জোকা-মাঝেরহাট রুটের যাত্রীদের জন্য সুখবর, ফের বাড়ছে মেট্রো

জোকা-মাঝেরহাট রুটের যাত্রীদের জন্য সুখবর, ফের বাড়ছে মেট্রো

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


নব্যেন্দু হাজরা: জোকা-মাঝেরহাট রুটের যাত্রীদের জন্য ফের বাড়ছে মেট্রো। আগামী সোমবার থেকে আপ এবং ডাউনে মোট ৭২টি মেট্রো পাওয়া যাবে। তার ফলে খুশি যাত্রীরা।

শুক্রবার মেট্রো রেলের কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে জানানো হয়েছে, সোমবার থেকে ওই রুটে মোট ৭২টি মেট্রো চলবে। আপ এবং ডাউনে ৩৬টি করে মেট্রো চলবে। এতদিন ওই রুটে আপ এবং ডাউনে ৩১টি করে মোট ৬২টি মেট্রো চলে।

বাড়ছে পরিষেবার সময়সীমাও। মাঝেরহাট থেকে সকাল ৭টা ৫৭মিনিটে প্রথম পরিষেবা শুরু হয়। জোকা থেকে প্রথম পরিষেবা শুরু হয় সকাল ৮টায়। জোকা এবং মাঝেরহাট থেকে শেষ মেট্রো এতদিন রাত ৮টায় ছাড়ত। সোমবার থেকে আপ এবং ডাউন দু’দিকেই রাত ৮টা ১৫ মিনিটে ছাড়বে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *