জেল থেকে কলকাঠি নাড়ছে শাহজাহান! ফের সন্দেশখালি ছুটল সিবিআই

জেল থেকে কলকাঠি নাড়ছে শাহজাহান! ফের সন্দেশখালি ছুটল সিবিআই

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেল থেকে তদন্ত প্রভাবিত করছে শেখ শাহজাহান! এই অভিযোগ পেয়েই বসিরহাটের দাপুটে নেতার সড়বেড়িয়ার বাড়িতে হাজির সিবিআইয়ের আধিকারিকরা। শনিবার সকালে এলাকায় গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীর অফিসাররা। বাড়ির সদস্য ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন আধিকারিকরা। শাহজাহানের মেয়ের বাড়িতেও সিবিআই অভিযান।

২০২৪ সালে ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত করতে সন্দেশখালির আগারহাটি এলাকায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যান ইডির আধিকারিকরা। সেই সময় অভিযোগ ওঠে শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। হাই কোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত করছে সিবিআই। আজ, শনিবার ফের শাহজাহানের এলাকায় তদন্তকারীরা।

ইডির উপর হামলার অভিযোগে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে সিবিআই। ঘটনায় আর কারা যুক্ত সেই তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই। এর আগেও বেশ কয়েকবার শাহজাহানের ঘাঁটিতে গিয়েছিলেন তদন্তকারীরা। আরও একবার এলাকায় গেলেন তাঁরা।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে ইডি আধিকারিকদের উপর হামলাকে কেন্দ্র করে শিরোনামে উঠে আসে সন্দেশখালির বেতাজ বাদশা তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের নানা কর্মকাণ্ড। রাজ্য পুলিশ, সিবিআই ও ইডির হাতে গ্রেপ্তার হয় শেখ শাহজাহান। একে একে জালে ধরা পড়ে তার শাগরেদরা। রেশন দুর্নীতি ছাড়াও শাহজাহানের বিরুদ্ধে আরও একটি দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তদন্তে উঠে আসে ভেড়ির মাছ আমদানি রপ্তানি ব্যবসাতেও দুর্নীতি করেছেন শাহজাহান। এখন জেলবন্দি রয়ছে সন্দেহখালির ত্রাস শাহজাহান।

এদিকে শুক্রবার গণধর্ষণের মামলায় শেখ শাহজাহানের শাগরেদ শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি শুভ্রা ঘোষের মত, যে ঘৃণ্য অপরাধে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তার তদন্ত চলছে। এই পর্যায়ে জামিন পেলে তদন্ত প্রভাবিত হবে। তাই এই মুহূর্তে জামিনের যৌক্তিকতা নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *