সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলেই খুনের ছক! বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের উপর হামলা সহ-বন্দির। চাঞ্চল্য তিহার জেলে। যদিও জেল কর্তৃপক্ষ বিষয়টিকে ‘অতটা গুরুতর নয়’ বলে উড়িয়ে দিচ্ছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের দাবি, এই মুহূর্তে তিহারের ৩ নম্বর জেলে বন্দি ইঞ্জিনিয়র রশিদের উপর আচমকা চড়াও হন এক ট্রান্সজেন্ডার বন্দি। রশিদকে ৩ নম্বর জেলে ৩ ট্রান্সজেন্ডারের সঙ্গে রাখা হয়েছে। তাঁদের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় রশিদের। তারপরই সাংসদের উপর চড়াও হন তিন ট্রান্সজেন্ডারের একজন। যদিও পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই নিরাপত্তারক্ষীরা পৌঁছে যান। রশিদের সামান্য কিছুটা আঘাত লেগেছে।
২০১৯ সাল থেকে আবদুল রশিদ শেখ এনআইএ-র মামলায় দিল্লির তিহার জেলে বন্দি। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থসাহায্য করার অভিযোগ রয়েছে। গারদের ওপার থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লোকসভা নির্বাচনে। যদিও লোকসভা নির্বাচনে নিজে প্রার্থী থাকা সত্ত্বেও তিনি প্রচারে বেরনোর অনুমতি পাননি। রশিদের হয়ে লাগাতার প্রচার করেন তাঁর দুই পুত্র। সেই নির্বাচনে সকলকে চমকে দিয়ে ওমর আবদুল্লার মতো হেভিওয়েটকে হারিয়ে সাংসদ নির্বাচিত হন।
এর পর জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারের জন্য শেখ আবদুল রশিদ ওরফে ইঞ্জিনিয়ার রশিদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদালত। মাঝে সংসদে হাজিরা দেওয়ার জন্যও একাধিকবার ছাড়া পান তিনি। তবে রশিদ আপাতত জেলবন্দি। প্রশ্ন হচ্ছে, জঙ্গিদের মদত দেওয়ায় অভিযুক্ত সাংসদকে কি জেলেই হত্যার ছক করা হচ্ছে? জেল কর্তৃপক্ষ অবশ্য তেমনটা মানতে নারাজ। তারা বলছে, বিষয়টি ততটাও গুরুতর নয়।