‘জেলায় ক্রিকেট কোচিং করান’, বোলপুরে ‘দাদা’কে কাছে পেয়ে আবদার কেষ্টর

‘জেলায় ক্রিকেট কোচিং করান’, বোলপুরে ‘দাদা’কে কাছে পেয়ে আবদার কেষ্টর

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


দেব গোস্বামী, বোলপুর: ‘রবীন্দ্র ঐতিহ্যের সাক্ষী থাকলাম’, বোলপুর-শান্তিনিকেতনে প্রথমবার এসে আপ্লুত প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার বোলপুর স্টেডিয়াম মাঠে বোলপুর পুরসভা ও বীরভূম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সৌরভ। সেখানে এক মঞ্চে দেখা গেল অনুব্রত মণ্ডল ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ‘দাদা’কে কাছে পেয়ে অনুব্রত আবদারের সুরে বললেন, ”জেলায় ক্রিকেটের কোচিং করান।” তাতে সৌরভ আশ্বাস দেন, বিষয়টি ভেবে দেখবেন।

রবিবারের অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বোলপুরে স্টেডিয়াম মাঠ নতুন করে সংস্কারের জন্য ৪ কোটি টাকা সাংসদ তহবিল থেকে দেওয়ার কথা ঘোষণা করেন বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল। এদিন রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় ক্রিকেটের দুই প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী। বোলপুর পুরসভার পক্ষ থেকে রবীন্দ্র প্রতিকৃতি তুলে দেওয়া হয় তাঁদের হাতে।

বক্তব্য রাখতে গিয়ে সৌরভ প্রথমেই বলেন অনুব্রতর কথা। তাঁর কথায়, “দশ বছর পর অনুব্রতদার সঙ্গে দেখা, রামপুরহাটে শেষবার দেখা হয়েছিল।” এরপরেই সৌরভকে জেলায় ক্রিকেটের কোচিং দেওয়ার জন্য আবেদন করেন অনুব্রত। বোলপুর ডাকবাংলো স্টেডিয়াম মাঠের আধুনিকীকরণের জন্য সাংসদ তহবিল থেকে অসিত মাল যে ৪ কোটি টাকা বরাদ্দ করছেন, তা মঞ্চ থেকে ঘোষণা করেন অনুব্রত মণ্ডলই। একমঞ্চে দুই প্রাক্তন অধিনায়ক ও অনুব্রত মণ্ডলকে দেখতে এদিন উপচে পড়ে জনতার ভিড়।

প্রথমে ঠিক হয় ৯ মে অর্থাৎ, পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনেই বোলপুরে আসবেন সৌরভ। অনিবার্য কারণবশত সেই সফর বাতিল হয়ে যায়। পরবর্তীতে ১৬ মে দিনটি ধার্য হয়। সেই মতো বোলপুর শহরজুড়ে একাধিক ব্যানার-পোস্টারে ভরে ওঠে। ‘দাদা’, ‘মহারাজ’, ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সুর তুলে তাঁকে স্বাগত জানাতে উৎসাহিত ছিল বোলপুর-শান্তিনিকেতনবাসী। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ফের সৌরভের বোলপুর সফর পিছিয়ে যায়। রবিবার অপেক্ষার অবসান ঘটিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় অবশেষে পা রাখেন বোলপুরে। তাঁর সফর ঘিরে আনন্দিত ক্রীড়াপ্রেমী-সহ বোলপুর শান্তিনিকেতনের বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *