‘জুমলা পার্টির লোককে বলব কৈলাসে যান’, পাক-বিতর্কে দিলজিতের পাশে নাসিরুদ্দিন শাহ

‘জুমলা পার্টির লোককে বলব কৈলাসে যান’, পাক-বিতর্কে দিলজিতের পাশে নাসিরুদ্দিন শাহ

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সর্দারজি ৩’ ছবিতে একাধিক পাকিস্তানি শিল্পীদের সঙ্গে অভিনয় করে ভারতীয় রোষানলে পড়েছেন দিলজিৎ দোসাঞ্ঝ। ক্ষমা চেয়েও চিঁড়ে ভেজেনি! দেশজুড়ে তাঁর সিনেমা বয়কটের ডাক উঠেছে। বিশেষ করে পহেলগাঁও সন্ত্রাসের পর পাকশিল্পীদের রেয়াত করতে নারাজ সকলেই। যার জেরে নতুন সিনেমা নিয়ে মহাফাঁপড়ে পড়েছেন দিলজিৎ। এমতাবস্থাতেই পাঞ্জাব দি পুত্তরের পাশে দাঁড়িয়ে বোমা ফাটালেন নাসিরুদ্দিন শাহ।

প্রবীণ অভিনেতার মন্তব্য, “আমি দিলজিৎ দোসাঞ্ঝের পাশে রয়েছি। ‘জুমলা পার্টি’র লোকজন অপেক্ষাই করেছিল, কখন ওঁকে আক্রমণ করা যায়। ওই দলের লোকেরা হয়তো ভাবছে, অবশেষে দিলজিৎকে আক্রমণ করার জন্য কিছু একটা ইস্যু পাওয়া গিয়েছে। তবে সিনেমার কাস্টিংয়ের দায়িত্ব তো দিলজিতের নয়, ওটা পরিচালকের। যাঁকে নিয়ে কেউ কথাই বলছেন না। পরিচালককে কেউ চেনেই না। আসলে দিলজিতের গোটা বিশ্বে খ্যাতি রয়েছে। তাই সবাই ওকে আক্রমণের জন্য বেছে নিয়েছে। ওঁর মনে তো বিষ নেই। তাই ছবির অভিনেতাদের নিয়ে আগে থেকে ও কিছু ভাবেনি।” এরপরই নাসিরুদ্দিন শাহের সংযোজন, “যারা দিলজিতের বিরোধিতা করছে তারা চায়, যে প্রতিটি ভারতীয় তাদের পাকিস্তানি বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ছিন্ন করুক। এই গুন্ডাদের মূল উদ্দেশ্য, ভারত-পাকিস্তানের জনগণের মধ্যে ব্যক্তিগতভাবে যোগাযোগ বন্ধ করে দেওয়া। পাগকিস্তানে আমার ঘনিষ্ঠ আত্মীয়স্বজন এবং কিছু প্রিয় বন্ধুবান্ধব আছেন। তাই কেউ আমাকে তাঁদের সঙ্গে দেখা করতে বা ভালোবাসা বিনিময়ে বাধা দিতে পারে না। এবং যারা আমাকে ‘পাকিস্তানে যাও’ বলবেন, তাদের প্রতি আমার প্রতিক্রিয়া হল ‘আপনি কৈলাসে যান’।”

পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ধর্মের নামে নির্বিচারে হত্যালীলা ঘটানোর সন্ত্রাসে পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতের মনে ক্ষোভ-বিদ্বেষের সঞ্চার হয়েছে। যার জেরে রোষানলে পড়তে হচ্ছে পাকিস্তানি তারকাদেরও। প্রতিবেশী দেশের তারকাদের শোকপ্রকাশ দেখে নেটপাড়ার একাংশ ‘কুম্ভীরাশ্রু’ বলেও কটাক্ষ করেছে। শুধু তাই নয়, বারবার বিশ্বাসঘাতকতার অভিযোগে পাকিস্তানের কোনও শিল্পীকেই ভারতের চৌকাঠ পেরতে দিতে নারাজ সিনে সংগঠনগুলি। জঙ্গিহামলার জেরে প্রতিবেশী দেশের শিল্পীরা যখন রোষানলে, তখন এমন আবহে পাক সুন্দরী হানিয়া আমিরের সঙ্গে পর্দায় রোম্যান্সে মজে দিলজিৎ দোসাঞ্ঝ! আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন নেটিজেনরা। এবার আপত্তি তুলল বিজেপিপন্থী ফিল্ম সংগঠন। জানা গেল, ‘সর্দার ৩’ ছবিতে হানিয়া আমির, নাসির চিন্যোতি, ড্যানিয়েল খাওয়ার এবং সেলিম আলবেলার মতো একাধিক পাক মুলুকের তারকা রয়েছে। আর সেই প্রেক্ষিতেই দিলজিতের কাণ্ডজ্ঞান নিয়ে ক্ষিপ্ত ওই ফিল্ম সংগঠন। চিত্রপট কামগর অঘোরীর তরফে এক বিবৃতি জারি করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, “ভারতীয় সিনেমায় পাকিস্তানি শিল্পীদের কাজ আমরা মোটেই বরদাস্ত করব না। তাই বিজেপি চিত্রপট কামগর অঘোরীর দাবি, ‘সর্দার ৩’ যেন কোনওমতেই সেন্সর বোর্ডের ছাড়পত্র না পায়। এটা কোনও রাজনৈতিক ইস্যু নয়, এটা দেশের ভাবাবেগ, মান-মর্যাদায় আঘাত করা।” আর সেই প্রেক্ষিতেই বয়কটের দাবি তুলেছে সংশ্লিষ্ট সংগঠন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *