জুনেই প্রাণপ্রতিষ্ঠা অযোধ্যার রাম দরবারের, আমন্ত্রণ পাচ্ছেন না নেতা-মন্ত্রীরা!

জুনেই প্রাণপ্রতিষ্ঠা অযোধ্যার রাম দরবারের, আমন্ত্রণ পাচ্ছেন না নেতা-মন্ত্রীরা!

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৫ জুনের মধ্যেই শেষ হবে অযোধ্যার রাম মন্দিরের নতুন অংশের নির্মাণ কাজ। সেই মাসেই হবে রাম দরবারের প্রাণপ্রতিষ্ঠা। তবে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না কোনও নেতা-মন্ত্রীকেই। বুধবার এমনটাই জানালেন শ্রী রাম জন্মভূমি নির্মাণ ট্রাস্টের চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র।

তিনি বলেন, “আগামী ৩ থেকে ৫ জুনের মধ্যেই রাম দরবারের প্রাণপ্রতিষ্ঠা হবে। দু’দিন ধরে চলবে এই অনুষ্ঠান। আমন্ত্রণ জানানো হবে বিভিন্ন ধর্মের আধ্যাত্মিক গুরুদের। তবে কোনও নেতা-মন্ত্রীদের প্রবেশে অনুমতি থাকবে না।” কিন্তু কেন এই সিদ্ধান্ত? এ প্রসঙ্গে নৃপেন্দ্র বলেন, “রাম মন্দির নির্মাণের নেপথ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। ৫০০ বছরেরও বেশি সংগ্রামের পর এই মুহূর্তটি এসেছে।” কমপ্লেক্সে আরও যে সাতটি নতুন মন্দির নির্মাণ করা হয়েছে, সেগুলির ধর্মীয় অনুষ্ঠানও একই দিনে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রাণপ্রতিষ্ঠার এক সপ্তাহের মধ্যেই মন্দিরের নতুন অংশটি খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য।

২০২০ সালের ৫ আগস্ট যে রামমন্দির নির্মাণের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ২০২৪-এর ২২ জানুয়ারি সেই মন্দিরের উদ্বোধন করেন তিনি। ওই দিনই হয় রামলালার প্রাণপ্রতিষ্ঠা। বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দিরের মূল নকশা ১৯৮৮ সালে আমেদাবাদের আশিস সোমপুরার তৈরি করেন। ঐতিহ্যবাহী নাগারার আদলে (উত্তর ভারতের মন্দির শৈলী) তৈরি করা হয় অযোধ্যার রামমন্দির। পূর্ব-পশ্চিমে রামমন্দিরের দৈর্ঘ্য ৩৮০ ফুট। চওড়া ২৫০ ফুট। উচ্চতা হল ১৬১ ফুট। অযোধ্যার রামমন্দিরে মোট ৩৯২টি পিলার এবং ৪৪টি দরজা রয়েছে। ২.৭ একর জমিতে রামমন্দির নির্মাণ করা হয়েছে। রামমন্দির নির্মাণে খরচ পড়েছে মোট ১৮০০ কোটি টাকা। আট ফুটের রামলালার মূর্তি নির্মাণ করেন ভাষ্কর অরুণ যোগীরাজ। রাজনীতিবিদ ও বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিদের উপস্থিতিতে গত বছর ধুমধাম করে হয় রামমন্দিরের উদ্বোধন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *