সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্যান্য বছরের পুজোর থেকে এই বছরের পুজোটা এক্কেবারে আলাদা অভিনেত্রী অহনা দত্তের। পুজোর আগেই কোল জুড়ে এসেছে ছোট্ট মীরা। মেয়েকে নিয়েই এখন সময় কাটছে অহনার। আর তাই এবারের পুজোটা যে সন্তানের সঙ্গে খুব স্পেশাল হয়ে উঠতে চলেছে অহনার এই বিষয়ে কোনও সন্দেহ নেই। এবারের পুজোর কী প্ল্যান অহনার তা জানতেই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদ প্রতিদিন ডিজিটাল। একগাল হেসে ফোনের ওপার থেকে অভিনেত্রী বলেন, “খুব ভালো কাটছে এই সময়টা। অবশ্যই জীবনে পরিবর্তন এসেছে। শুধু তাই নয়, অবসেশন বেড়ে গিয়েছে। সন্তান এলে ঠিক যেমন হয়, সবটা পালটে যায় ঠিক তেমনই হয়েছে আমারও। এবারের পুজোয় ওকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। যেটুকু পারব ওকে নিয়ে ঠাকুর দেখব। যদিও ওর কিছু মনে থাকবে না কিন্তু আমাদের মনে থাকবে।”
এবছর পুজোর শপিংয়ের কী প্ল্যান অহনার জানতে চাইলে পর্দার ‘মিশকা’ আরও বলেন,”পুজোর সময় পাঁচ দিন পাঁচটা জামা না পরলে হয়? নতুন জামা পরতেই হবে। তবে কীভাবে কী কেনাকাটা করব এখনও প্ল্যান করিনি। এই মুহূর্তে কিছু ব্র্যান্ডিংয়ের শুট চলছে। একটু ব্যস্ততা রয়েছে। সেই ব্যস্ততা কাটিয়ে ভাবনাচিন্তা করব পুজোর শপিং নিয়ে।” মেয়ের প্রথম পুজোর সঙ্গে সঙ্গে অহনার ছোট বেলার পুজোর কী নস্ট্যালজিয়া রয়েছে জানতে চাইলে অহনা বলেন, ” আমার একটাই নস্ট্যালজিয়া আমাদের পঞ্চমীতে রেজাল্ট বেরোত। ষষ্ঠী থেকে স্কুল ছুটি পড়ত। হাফ ইয়ার্লির রেজাল্ট বেরোনর এই দিনটা আমার খুব টেনশন হত। তবে রেজাল্ট বেরলে অল্প বকা খেতাম কখনও কোনও বিষয়ে কম নম্বর পাওয়ার জন্য। কিন্তু পুজোর আনন্দে সবটা চাপা পড়ে যেত।”
অহনার পুজো স্পেশাল খাওয়াদাওয়ার প্ল্যান নিয়ে বলেন, “এই পুজোয় সেপ্টেম্বর থেকে ডায়েট শুরু করব। যদিও আমি খুবই খাদ্যরসিক। তবে আমি কঠোর ডায়েট মেনে চলব মনে করলে কেউ আমাকে সেই জায়গা থেকে টলাতে পারবে না। আর এটা খুব মন দিয়েই করতে হবে কারণ কাজে খুব তাড়াতাড়ি ফিরতে হবে। তাই আগের চেহারাতে ফেরা খুব জরুরি। তবে হ্যাঁ, দু-একদিন কিছু খাওয়াদাওয়া তো হবেই। তবে অষ্টমীতে প্রতি বছর অঞ্জলির পর আমাদের পরিবারের সবাইকে নিয়ে একটা ফ্যামিলি লাঞ্চের প্ল্যান থাকে। এটা মাস্ট। সবাই সেখানে থাকে এবারে মেয়েও সঙ্গ দেবে। এটাও তাই খুব স্পেশাল আমাদের জন্য। যদিও ও আমাদের সঙ্গে লাঞ্চ করবে না। তবুও সবটা স্পেশাল হবে।”
পুজো প্ল্যানের পাশাপাশি নতুন কাজ নিয়ে বলতে গিয়ে অহনা বলেন, “এই মুহূর্তে বিভিন্ন ব্র্যান্ডের শুটের কাজ করছি। ধারাবাহিকে এখুনি ফেরার কথা ভাবছি না। কারণ ১৪ ঘন্টা শুটিংয়ের চাপ নেওয়ার কনফিডেন্সটা পাচ্ছি না। তাই একটু সময় নেব। যদিও ইতিমধ্যেই দুটো ধারাবাহিকের অফার এসেছিল কিন্তু এই মুহূর্তে এতটা সময় দিয়ে কাজ করতে পারব না বলে একটু বিরতি নিয়েছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন