সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) কি জীতু কমলের সঙ্গে সম্পর্কে রয়েছেন? বছর দেড়েক ধরেই এমন প্রশ্ন অনুরাগীদের মনে উঁকি দিয়েছে। এমনকী ‘বাবুসোনা’ ছবির প্রচারেও বারবার পর্দার জুটিকে এহেন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এবার শিবরাত্রির দিন শ্রীবন্তীর ইন্সটা স্টোরি দেখে চক্ষু চড়কগাছ অনুরাগীদের! কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে জীতুর মুখের আদলে তৈরি এক শিব ঠাকুরের ছবি শেয়ার করেছেন টলিউড নায়িকা। জীতু কমলই (Jeetu Kamal) কি তাহলে শ্রাবন্তীর ‘শিব’? জল্পনার সূত্রপাত ওই পোস্ট থেকেই।
মহাশিবরাত্রির দিন শ্রাবন্তীর শেয়ার করা ছবি দেখে অনেকের অনুমান, জীতুর আদলে শিব ঠাকুর! তাহলে কি ‘বাবুসোনা’ সহ-অভিনেতার মধ্যেই ‘শিব-সত্য’ খুঁজে পেলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়? সে প্রশ্নের উত্তর যদিও অধরা। প্রসঙ্গত, গতবছর নভেম্বর মাসে শ্রাবন্তীর সঙ্গে ছবি দিয়ে জীতু সাফ জানিয়ে দিয়েছিলেন যে, “এখন আর কোনও গুঞ্জন, রটনা আমার মধ্যে প্রভাব ফেলে না। শ্রাবন্তী দারুণ একজন মানুষ।” আসলে নায়ক-নায়িকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চোখে পড়লেই সোশাল মিডিয়ায় নানা রটনা রটে যায়! সে টলিউড হোক বা বলিউড, গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে হিরো-হিরোইনের বন্ধুত্ব নিয়ে কম কুৎসা, চর্চা হয় না। ট্রোল-মিমেরও বন্যা বয়ে যায়। জীতু-শ্রাবন্তীর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি! নবনীতা দাসের সঙ্গে জীতু কমলের বিবাহ বিচ্ছেদের সময়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম জড়িয়ে রটে যায় নানা রটনা!
এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে যে, শ্রাবন্তীর সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি জীতু-নবনীতার সংসারে ভাঙন ধরে! সেই সময়ে অংশুমান প্রত্যুষের পরিচালনায় ‘বাবুসোনা’ সিনেমার শুটিংয়ে লন্ডনে ব্যস্ত ছিলেন জীতু-শ্রাবন্তী। জল্পনা, গুঞ্জন এমন পর্যায়ে যায় যে, শেষমেশ লাইভে এসে নবনীতা দাস ভুল ভাঙাতে বাধ্য হন। অভিনেত্রী সাফ জানান, তাঁদের বিচ্ছেদের নেপথ্যে কোনও তৃতীয় ব্যক্তি নেই। সেই ঘটনার পর কেটে গিয়েছে অনেকগুলো দিন। এদিকে তিনটে বিয়ের কোনওটিই সুখকর হয়নি অভিনেত্রীর কাছে। ‘বাবুসোনা’র প্রচারে একাধিকবার ক্যামেরার সামনে ‘লাজুক’ভাবে ধরা দিতে দেখা গিয়েছে জীতু-শ্রাবন্তীকে। আর বুধবার শিবরাত্রির শুভেচ্ছা জানাতে গিয়ে অভিনেত্রী যে ছবি শেয়ার করলেন, সেখানে ‘নতুন সমীকরণ’-এর গন্ধ পাচ্ছে নেটপাড়া। একাংশের অনুমান, বক্স অফিসে ‘বাবুসোনা’র গতি করতেই হয়তো নিছক প্রচার! জল্পনা অনেক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন