জিন্দলদের আমন্ত্রণ, শালবনিতে বিদ্যুৎ কারখানার শিলান্যাসে মমতার সঙ্গী সৌরভ!

জিন্দলদের আমন্ত্রণ, শালবনিতে বিদ্যুৎ কারখানার শিলান্যাসে মমতার সঙ্গী সৌরভ!

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট দুনিয়া সামলে এখন শিল্প তৈরিতে ঝুঁকেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। পারিবারিক ব্যবসার সুবাদে শিল্পক্ষেত্রের খুঁটিনাটি অনেকটাই তাঁর আয়ত্তে। নিজেও ইস্পাত কারখানা গড়ার কাজে হাত দিয়েছেন। ইদানিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন শিল্প বৈঠকে তাঁর সঙ্গে দেখা যায় সৌরভকেও। এরাজ্যের শিল্পবান্ধব পরিবেশের কথা তুলে ধরেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এবার শালবনিতে জিন্দল গোষ্ঠী বিদ্যুৎ কারখানার শিলান্যাসেও আমন্ত্রিত হলেন ‘দাদা’। সূত্রের খবর, সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে এই অনুষ্ঠানে থাকবেন সৌরভ।

পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ৮০০ মেগাওয়াটের দুটি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে দেশের অন্যতম বড় শিল্পপতি সজ্জন জিন্দলের সংস্থা। তাতে রাজ্যের বিদ্যুৎ সরবরাহ আরও মসৃণ হবে। শুধু এই কারখানাই নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তের জিন্দল গোষ্ঠী বেশ কিছু কারখানা রয়েছে। তাকে ঘিরে অনুসারী শিল্পও গড়ে উঠেছে। এরাজ্যের শিল্পক্ষেত্রে জিন্দলদের অনেকটাই ভূমিকা রয়েছে। চলতি বছরের বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে সজ্জন জিন্দল কথা দিয়েছিলেন, এখানে আরও শিল্প গড়বেন। সেইমতো শালবনিতে তৈরি হতে চলেছে এই বিদ্যুৎ কারখানা।

সোমবার কারখানার শিলান্যাস হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আর সেই অনুষ্ঠানে আমন্ত্রিত বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তথা ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, সজ্জন জিন্দল নিজে সৌরভকে আমন্ত্রণ জানিয়েছেন। তা ফেলতে পারেননি সৌরভ। তাই সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গী হচ্ছেন তিনিও। জানা যাচ্ছে, সোমবার সকালে শালবনির উদ্দেশে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর দুপুরে যাবেন সৌরভ। বিকেলে অনুষ্ঠানের পর জিন্দলদের বিশেষ বিমানে কলকাতা ফিরে আসবেন ‘দাদা’। আর মুখ্যমন্ত্রী শালবনি থেকে চলে যাবেন মেদিনীপুর। শিলান্যাসের পরপরই এখানকার কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই কারখানা ঘিরে হবে প্রচুর কর্মসংস্থানও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *