জিতলে নকভির থেকেই নিতে হবে এশিয়া কাপ! পাক কর্তার চাল কীভাবে সামলাবে বিসিসিআই?

জিতলে নকভির থেকেই নিতে হবে এশিয়া কাপ! পাক কর্তার চাল কীভাবে সামলাবে বিসিসিআই?

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠের বাইরের লড়াই দু’বার অনায়াসে জিতেছে ভারত। কিন্তু মাঠের বাইরে ভারত-পাক লড়াই থামার নাম নেই। রবিবার ভারত-পাকিস্তান ফাইনাল। ভারত যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে কিন্তু আরেক প্রস্থ বিতর্ক হওয়ার সম্ভাবনা আছে। কারণ, ট্রফি নিতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির থেকে।

মহসিন নকভি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানও। নিয়মমতো তাঁর হাত থেকেই ট্রফি গ্রহণ করতে হবে সূর্যকুমারদের। সাম্প্রতিক বিতর্কের পরিস্থিতিতে কি এসিসি কিছুটা নমনীয় হবে? না, তার কোনও সম্ভাবনাই নেই। বরং গোটা বিষয়টাই এখন ‘মর্যাদার লড়াই’ হয়ে গিয়েছে। পাকিস্তান জিতলে নকভি ট্রফি দেবেন। তাহলে ঘরে-বাইরে তাদের জয়। ভারত চ্যাম্পিয়ন হলে ট্রফি দিতে উঠবেন সেই নকভিই। ভারত গ্রহণ করলেও বিতর্ক, না করলেও বিতর্ক।

সেক্ষেত্রে ভারত কী করবে? এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিসিআই। তবে পিটিআইয়ের এক সূত্র জানিয়েছেন, “এখনও পর্যন্ত যা খবর আছে, তাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নকভি আসবেনই। ট্রফিও উনিই দেবে। এবার দেখা যাক, বিসিসিআই কী সিদ্ধান্ত নেয়।” যদিও এর আগেই জানা গিয়েছেন, যদি ভারত ২৮ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনালে যায়, তাহলে প্লেয়াররা নকভির সঙ্গে এক মঞ্চে উঠবে না।

এই তথ্য জানা গিয়েছিল এশিয়া কাপে প্রথম ভারত-পাকিস্তান মোকাবিলার পর। তারপর আরও জলঘোলা হয়েছে। বিতর্কিত সেলিব্রেশনে শাস্তির কবলে পড়েছে দুই দেশের তিন প্লেয়ার। ফলে রবিবার ভারত-পাক ম্যাচের শেষে কী হয়, সেদিকে তাকিয়ে ক্রিকেটভক্তরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *