সুকুমার সরকার, ঢাকা: ওপার বাংলায় জালে উঠল পেল্লাই সাইজের ইলিশ। আড়াই কেজির মাছটিকে দেখতে রীতিমতো ভিড় জমান স্থানীয়রা। প্রায় আড়াই কেজির মাছটি বিক্রি হয়েছে সাড়ে ১২ হাজার টাকায়।
বাঙালি মানেই ভোজনরসিক। স্বাভাবিকভাবেই পদ্মার ইলিশের প্রতি টানই আলাদা। বছরভর এই ইলিশের মরশুমের অপেক্ষায় থাকেন সকলে। এদিকে ব্যবসায় লাভের মুখ দেখার আশায় মুখিয়ে থাকেন মৎস্যজীবীরা। বেশ কিছুদিন ধরেই মৎস্যজীবীরা ইলিশ ধরছেন। জানা গিয়েছে, শনিবার ভোরে বাংলাদেশের চরকর্ণেশন কলাবাগান এলাকায় মৎস্যজীবী জাহাঙ্গির হালদারের জালে ধরা পড়ে বিশালাকার এক ইলিশ। যার ওজন ২ কিলো ৪০০ গ্রাম। খবর পাওয়া মাত্রই দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ইলিশ মাছটি ১২ হাজার ৪৮০ টাকায় কিনে নেন।
এ বিষয়ে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, “জাহাঙ্গির হালদারের কাছ থেকে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি আমি ১২ হাজার ৪৮০ টাকা দিয়ে কিনে নিয়েছি। কেজিতে কিছু লাভ রেখে ঠাকুরগাঁও জেলায় ইলিশ মাছটি বিক্রি করে দিয়েছি।” জেলা মৎস্য আধিকারিক মহম্মদ নাজমুল হুদা বলেন, “পদ্মায় এত বড় ইলিশ আমাদের সবার জন্য গর্বের।” ইলিশ রক্ষায় সবাইকে আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন