জামিন অধরাই, আরও সাতদিন পুলিশি হেফাজতে ঠাকুরপুকুর-কাণ্ডে ধৃত ভিক্টো

জামিন অধরাই, আরও সাতদিন পুলিশি হেফাজতে ঠাকুরপুকুর-কাণ্ডে ধৃত ভিক্টো

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠাকুরপুকুরে ‘হিট অ্যান্ড রান’ মামলায় আদালতের নির্দেশে ইতিমধ্যেই তিনদিনের জেল হেফাজত কাটিয়ে ফেলেছেন মূল অভিযুক্ত সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো।  বৃহস্পতিবার জামিনের আর্জি নিয়ে তিনি আলিপুর আদালতের এজলাসে গিয়ে দাঁড়ান। কিন্তু এবারও জামিন অধরাই। ফের তাঁকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত ওরফে ভিক্টোর গ্রেপ্তারির পর থেকে টলিপাড়া থেকে সাধারণ মানুষ প্রত্যেকের মনেই প্রশ্ন, তিনি কি আদৌ শাস্তি পাবে? নাকি বাকিদের মতো নিজের প্রভাব খাটিয়ে জামিনে মুক্তি পেয়ে যাবেন? তবে প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার আদালতে জামিনের আবেদন জানালেও তা খারিজ করে দেন আলিপুর আদালতের বিচারক। তাঁকে আরও সাত দিনের পুলিশি হেফাজতে থাকতে হবে। আগামী ১৬ এপ্রিল  ফের অভিযুক্তকে আদালতে তোলা হবে বলে খবর। জানা গিয়েছে, মামলাটি প্রথমে ঠাকুরপুকুর থানার অন্তর্গত ছিল। এখন সেটি লালবাজার গোয়েন্দা শাখার হোমিসাইড বিভাগে হস্তান্তরিত হয়েছে।

প্রসঙ্গত, ৫ এপ্রিল ভিক্টো পরিচালিত ধারাবাহিক ‘ভিডিও বৌমা’র সাফল্য উদ্‌‌যাপন করতে অভিনেতা, অভিনেত্রীদের নিয়ে রাতভর পার্টি করেন তিনি। সঙ্গী ছিলেন ধারাবাহিকের নায়ক আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋতুপর্ণা সেন, কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা স্যান্ডি সাহা। রবিবার সকালে মদ্যপ ভিক্টো গাড়ি চালিয়ে সোজা ঢুকে পড়েন ঠাকুরপুকুর বাজারের জনবহুল এলাকায়। ছয় ব্যক্তিকে পিষে দেয় ভিক্টোর গাড়ি। ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তারপর থেকেই উত্তাল গোটা টলিপাড়া। ক্ষোভে ফেটে পড়েছেন সকলে। অভিযুক্তের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে টলিপাড়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *