শাহজাদ হোসেন, ফরাক্কা: মুর্শিদাবাদের অশান্তিতে বাবা-ছেলে খুনে গ্রেপ্তার আরও এক। অন্যতম মূলচক্রী জিয়াউল শেখকে চোপড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত জিয়াউল সামশেরগঞ্জ থানা এলাকার বাসিন্দা। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। আগেই এই খুনে যুক্ত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তদন্ত চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিয়াউল সামশেরগঞ্জের সুলিতলা এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাকে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় আগে গ্রেপ্তার হওয়া তিন ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জিয়াউলের নাম জানতে পুলিশ পারে। শনিবার রাতে অভিযান চালিয়ে জিয়াউলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রবিবার জঙ্গিপুরে নিয়ে আসা হচ্ছে। আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।