জাতীয় দল থেকে বরখাস্ত অভিষেক নায়ার কি ফের কেকেআরে? তুঙ্গে জল্পনা

জাতীয় দল থেকে বরখাস্ত অভিষেক নায়ার কি ফের কেকেআরে? তুঙ্গে জল্পনা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


রাজর্ষি গঙ্গোপাধ্যায়: সদ্য জাতীয় দলের সহকারী কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন। এরই মধ্যে অভিষেক নায়ারের কেকেআরে প্রত্যাবর্তন নিয়ে জল্পনা শুরু হয়ে গেল। হবে না-ই কেন! কেকেআর টিম ম‌্যানেজমেন্টের কাছে তাঁর মূল‌্য অপরিসীম। গত মরশুমে গৌতম গম্ভীরের যে সেট আপ নাইটদের একপ্রকার অপ্রতিরোধ্য করে তুলেছিল, সেই সেট আপের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন অভিষেক। এই মরশুমে দলের যা পারফরম্যান্স তাতে ফের নায়ারের মতো বিশ্বস্ত মুখকে ডাগ আউটে ফেরানোর চেষ্টা করতে পারে নাইটরা।

ক্রিকেটমহলের একটা অংশের মত হল, নায়ারকে যদি পুনরায় কেকেআরে ফিরতে দেখা যায়, অবাক হওয়ার থাকবে না। নায়ার শুধুমাত্র মুম্বইয়ে কেকেআর অ‌্যাকাডেমির দেখভালই করতেন না। সহকারী কোচের দায়িত্বও সামলাতেন। তাই যদি কেকেআর তাঁকে ফিরিয়ে নেয়, আশ্চর্যের কিছু থাকবে না। ওয়াকিবহাল মহলের মতে, নায়ারের অপসারণের খবর পাওয়ার পর যদি ইতিমধ‌্যে কোনও যোগাযোগ স্থাপন না করে থাকে, তা হলে সেটাই অতীব আশ্চর্যের হবে!

কিন্তু কেউ কেউ বুঝতে পারছেন না, নায়ার যদি নাইট সেট আপে আসেনও বা, কোন ভূমিকায় আসবেন? ভারতীয় দলের দায়িত্বে নেওয়ার আগে কেকেআরে তিনি সহকারী কোচ হিসেবে ছিলেন। সেই জায়গায় কেকেআর নিয়ে এসেছে ওটিস গিবসনকে। শুধুমাত্র ফাঁকা পড়ে ফিল্ডিং কোচের জায়গা। ভারতীয় টিমের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন, তাঁকে দ্বিতীয় সহকারী কোচ বা ফিল্ডিং কোচ হিসেবে তো আনা যায় না। স্বাভাবিক ভাবেই তাঁর প্রোফাইল বাড়বে। তা হলে? যদি আসেন, কোন দায়িত্বে আসবেন নায়ার? বড় কোনও প্রোফাইলে?

যা পরিস্থিতি, তাতে কেকেআরের আগামী ম‌্যাচগুলোর মতো ‘কিউরিয়াস কেস অফ অভিষেক নায়ার’-ও প্রবল আকর্ষণীয় হতে চলেছে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *