জল্পনার অবসান, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই হচ্ছে কলকাতা ডার্বি, ঘোষিত চূড়ান্ত সূচি

জল্পনার অবসান, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই হচ্ছে কলকাতা ডার্বি, ঘোষিত চূড়ান্ত সূচি

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাবতীয় জল্পনার অবসান। কলকাতা ডার্বি হচ্ছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই। মঙ্গলবার শেষ আটের সূচি ঘোষণা করল টুর্নামেন্ট কর্তৃপক্ষ। সেই সূচি অনুযায়ী আগামী ১৭ আগস্ট সন্ধে ৭ টায় যুবভারতীতে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান।

গ্রুপ এ থেকে ৩ ম্যাচের তিনটিতেই জিতে কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল। গ্রুপ বি থেকে মোহনবাগানও অপরাজিত থেকে পরের রাউন্ডে উঠেছে। দুই প্রধান এক গ্রুপে থাকলে মরশুমের শুরুতে আরও একটি ডার্বি দেখতে পারতেন ফুটবলপ্রেমীরা। সেই স্বপ্নপূরণ হয়নি। তবে ডুরান্ড কর্তৃপক্ষ আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিল, দুই দল কোয়ার্টার ফাইনালে উঠলে শেষ আটেই তারা একে অপরের মুখোমুখি হবে। তেমনটাই হচ্ছে। আগামী ১৭ আগস্ট শেষ আটে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। কলকাতা লিগে ইস্টবেঙ্গল বা মোহনবাগান কোনও দলই পূর্ণশক্তিতে নামেনি। সেদিক থেকে দেখতে গেলে ডুরান্ডের এই ডার্বিই মরশুমের প্রথম বড় ম্যাচ। 

https://www.fb.com/thedurandcup/posts/pfbid031G2V6MQrdpaujoDHiU9FCxym2kxauZBCGr1n7aUMEv2KkYsT6FsKcsw7HUJ88KAil



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *