জল্পনায় সিলমোহর! দু’দশক বাদে একজোট হয়ে ভোট ময়দানে ঠাকরে পরিবার

জল্পনায় সিলমোহর! দু’দশক বাদে একজোট হয়ে ভোট ময়দানে ঠাকরে পরিবার

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনাই সত্য়ি হল। অবশেষে হাতে হাত রেখে ভোটে লড়তে চলেছেন উদ্ধব ও রাজ ঠাকরে। অক্টোবরে বৃহন্মুম্বই পুরনিগমের নির্বাচনে তাঁরা একসঙ্গে লড়বেন বলে নিশ্চিত করেছেন শিব সেনা উদ্ধব গোষ্ঠীর অন্য়তম নেতা তথা সাংসদ সঞ্জয় রাউত।

 শুক্রবার সঞ্জয় রাউত জানিয়েছেন,মুম্বই পুরনিগমের আগামী নির্বাচনে উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে একসঙ্গে লড়বেন এবং তাঁরা অবশ্যই জয়ী হবেন। দুই ভাইয়ের যৌথ ক্ষমতা ও মারাঠি জনগণের ঐক্যই এই জয়ের মূল চাবিকাঠি হতে চলেছে।

দীর্ঘ ২০ বছর পর সম্প্রতি কাছাকাছি এসেছে দুই ঠাকরে পরিবার। আসলে রাজনৈতিক কারণেই হাত মিলিয়েছেন দুই তুতোভাই। কারণ, সদ্যই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে দু’দলের। উদ্ধব কোনওরকমে মুম্বই এলাকায় নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছেন। আর রাজ ঠাকরে নিজের ছেলেকেও জেতাতে পারেননি। দুই দলই এখন অস্তিত্বের সংকটে। সে কারণেই বিএমসির ভোটে দুই ভাইয়ের একসঙ্গে লড়ার সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।

এবছর পুরভোটে যে দুই খুড়তুতো ভাই একসঙ্গে লড়বেন এমন অনুমানও আগেই মিলেছিল। গত মাসেই ফড়ণবিস সরকার হিন্দিকে মহারাষ্ট্রের তৃতীয় সরকারি ভাষা ঘোষণা করেন। এই ত্রিভাষা নীতির তীব্র বিরোধিতা করেন উদ্ধব-রাজ ঠাকরেরা। রাস্তায় নামে শিবসেনার উদ্ধব গোষ্ঠী ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। ওরলিতে অনুষ্ঠিত প্রতিবাদ মঞ্চে একসঙ্গে দেখাও গিয়েছিল দুই দলের প্রধান উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরেকে। একযোগে তাঁরা রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। ভাই রাজ ঠাকরেরও পাশে থাকার বার্তাও দেন দাদা উদ্ধব। ঠাকরে পরিবার একত্রিত হওয়ায় অন্তত মুম্বই এলাকায় বিজেপি যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *