জয়পুরের হোটেলে গাজা-সহ পাকড়াও, ‘এ তো প্রসাদ’, বললেন আইআইটি বাবা

জয়পুরের হোটেলে গাজা-সহ পাকড়াও, ‘এ তো প্রসাদ’, বললেন আইআইটি বাবা

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খবরে কুম্ভমেলার আবিষ্কার অভয় সিং ওরফে আইআইটি বাবা। এবার রাজস্থানের জয়পুরে একটি হোটেলে গাজা-সহ পুলিশ পাকড়াও করল তাঁকে। যদিও আইআইটি বাবা দাবি করলেন, সেগুলি আসলে ‘প্রসাদ’। প্রাথমিক ভাবে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পরে ছাড়া দেওয়া হয় তাঁকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়পুরের হোটেলে হট্টগোলের খবর মেলে এদিন সকালে। এর পরই সেখানে পৌঁছায় পুলিশ। গাজা-সহ আটক করা হয় আইআইটি বাবা অভয় সিংকে। যদিও স্বল্প পরিমাণ গাঁজা উদ্ধার হওয়ায় ছেড়ে দেওয়ায় তাঁকে। মাদক আইন অনুসারে, স্বল্প পরিমাণ গাঁজা বলতে বোঝায় সর্বাধিক ১০০ গ্রাম। তাঁর কাছ থেকে গাঁজা উদ্ধার নিয়ে আইআইটি বাবা বলেন, “কিছুটা প্রসাদের গাঁজা ওঁরা (পুলিশ) পেয়েছেন।”

প্রয়াগরাজের মহাকুম্ভে সকলের নজর কাড়েন আইআইটি থেকে সন্ন্যাসের পথে হাঁটা অভয় সিং। তবে সম্প্রতি তিনি বিতর্কে জড়িয়ে পড়েন চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে। পাকিস্তানই ম্যাচ জিতবে বলেছিলেন তিনি। কিন্তু বাস্তবে হয় ঠিক উলটো। গোটা ম্যাচে দাপট দেখিয়ে পাকিস্তানকে হারায় ভারত। ম্যাচ শেষ হওয়ার পর ট্রোলড হতেই ‘পালটি’ খেয়ে আইআইটি বাবা দাবি করেন, মনে মনে তিনি জানতেন ভারতই জিতবে! কয়েক দিন আগে উত্তরপ্রদেশের নয়ডায় এক বিতর্কসভায় তাঁর সঙ্গে দুর্ব্যবহার এবং মারধরেরও অভিযোগ তুলেছিলেন ‘আইআইটি বাবা’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *