সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষ্ণ জন্মাষ্টমীর উৎসব পালনের সময় মর্মান্তিক দুর্ঘটনা হায়দরাবাদে। রবিবার রাতে রথ নিয়ে বেরোনর সময় রথের চূড়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৫ জনের। পাশাপাশি আহত হয়েছেন আরও ৪ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
জানা গিয়েছে, এই দুর্ঘটনা ঘটে উপ্পল থানার রামন্তপুর এলাকায়। যাদব সঙ্গম সমারোহ হলে জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণের রথ বের করেছিলেন স্থানীয়রা। ৯ জন মিলে সেই রথ টানছিলেন। সেই সময়েই রাস্তায় বিদ্যুতের তারের সংস্পর্শে আসে রথটি। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। পাশাপাশি আহত হন আরও ৪ জন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মৃতদের দেহ উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মর্মান্তিক এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর শোকপ্রকাশ করেছেন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস সমিতি (টিপিসিসি)র সভাপতি মহেশ কুমার গৌড় ও রাজ্যের মন্ত্রী পুনম প্রভাকর। গোটা ঘটনার বিস্তারিত তথ্য নেওয়ার পাশাপাশি আহতদের চিকিৎসায় যাতে কোনও খামতি না থাকে তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে এই দুর্ঘটনার পর বিআরএস সভাপতি কেটি রামা রাও দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশের পাশাপাশি তাঁদের আর্থিক সহায়তা ও সুচিকিৎসার ব্যবস্থার দাবি তুলেছেন।