রমেন দাস: ছাত্র আন্দোলন নাকি আমজনতার শক্তি? কোনটার জোর বেশি? তুলনাটা যদি রাষ্ট্রশক্তির সঙ্গে তাহলে হয়ত ছাত্র আন্দোলনকেই এগিয়ে রাখতে হতো। কিন্তু কথায় আছে, জনতার শক্তি পুঞ্জীভূত হলে অনেক সময় অনেক শক্তিই পিছু হঠে। যেমনটা হল শনিবার সন্ধ্যায় যাদবপুর এইট বি-র সামনে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ সন্ধ্যা নামতেই রাস্তা অবরোধে বসে পড়েন। কিন্তু নিত্যযাত্রীদের চাপে সেই অবরোধ তুলতে বাধ্য হলেন তাঁরা।

এদিকে, শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হেনস্তার প্রতিবাদ জানিয়ে মিছিলে নামল তৃণমূল। সুকান্ত সেতুতে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেতৃত্ব মিছিলে শামিল এলাকার কাউন্সিলররা এবং অগণিত সাধারণ বাসিন্দা।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন