জড়িয়ে ধরেছিলেন শ্বশুর, অভিমানে আত্মঘাতী বধূ!

জড়িয়ে ধরেছিলেন শ্বশুর, অভিমানে আত্মঘাতী বধূ!

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুত্রবধূকে যৌন হেনস্তায় অভিযুক্ত শ্বশুর। অভিমানে আত্মঘাতী পুত্রবধূ। মৃত্যুর আগে তিনি অভিযোগ জানিয়ে গিয়েছেন, শ্বশুর তাঁকে জড়িয়ে ধরেছিলেন। এই অপমান সইতে না পেরেই তিনি গায়ে আগুন দিয়েছিলেন। শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল তাঁর। শেষপর্যন্ত হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। চেন্নাইয়ে চাঞ্চল্য ছড়াল এই ঘটনাকে ঘিরে।

মৃত্যুর আগে তাঁর শেষ কথা ছিল, ”আমার শ্বশুরমশাই আমাকে জড়িয়ে ধরেছিলেন। আমি এই অপমান নিতে পারিনি। আর তাই নিজেকে শেষ করে দিলাম।” ওই মহিলার ছোট ছেলে পড়ে সপ্তম শ্রেণিতে। তারও দাবি, মা তাকে আগেই এই অপমানের কথা জানিয়েছিলেন।

এদিকে মৃতার পরিবারের দাবি, ১৩ বছরের দাম্পত্যে শুরু থেকেই অপমানিত হতে হয়েছিল ওই মহিলাকে। নিয়মিত জমি ও সোনা পণ হিসেবে চেয়ে অত্যাচার করা হত। স্বামী নিয়মিত মদ্যপান করে এসে তাঁকে মারধর করতেন। সেই সঙ্গেই শ্বশুর তাঁকে আগেও যৌন হেনস্তা করেছিলেন বলে দাবি তাদের।

এদিকে পুলিশ জানিয়েছে, ”ওঁদের বিয়ে হয়েছিল ১৩ বছর আগে। তাই এটি টেকনিক্যালি পণ নিষিদ্ধকরণ আইনের আওতায় নাও আসতে পারে, তবে আমরা সব দিকই খতিয়ে দেখছি।” এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *