সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গলে নিয়ে গিয়ে এক দলিত মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচ যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিধি জেলায়। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। পুলিশ তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, এদিন রাতে নির্যাতিতা তাঁর এক বন্ধুর সঙ্গে চূড়হাতের জঙ্গলে ছবি তুলতে গিয়েছিলেন। সেই সময় পাঁচ যুবক আচমকা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। বেধড়ক মারধর করা হয় মহিলার ওই বন্ধুকে। অভিযোগ, এরপরই নির্যাতিতাকে জঙ্গলের আরও গভীরে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। তারপরই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা। কোনও রকমে ওই মহিলা জঙ্গল থেকে বেরিয়ে সাহায্য চাইতে গ্রামে পৌঁছন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। গুরুতর আহত অবস্থায় মহিলার ওই বন্ধুকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। নির্যাতিতাকে ইতিমধ্যেই মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে পাঁচ অভিযুক্তর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
পুলিশের এক আধিকারিক বলেন, “জঘন্য একটি ঘটনা। আমরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছি। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশিও। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ।”