ছেঁড়া সম্পর্ক জোড়া দেবে ‘সেলাই’, একঝাঁক নবাগত শিল্পীর সঙ্গে টিজারে চমক রজতাভর

ছেঁড়া সম্পর্ক জোড়া দেবে ‘সেলাই’, একঝাঁক নবাগত শিল্পীর সঙ্গে টিজারে চমক রজতাভর

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সূচ-সুতোর টান দিয়ে যেমন ছেঁড়া জামা-কাপড় জোড়া দেওয়া যায়, তেমনই সুতোর বাঁধনেই বেঁধে রাখা যায় সম্পর্ককে। পরিচালক স্বরূপ পালের ‘সেলাই’ ছবি সেই জটিল সম্পর্ক, বন্ধুত্ব ও আবেগকে একই সুতোয় বাঁধার কাহিনিই ব্যক্ত করতে চলেছে বড় পর্দায়। ছবির নামের মধ্যেই এর নামকরণের সার্থকতা লুকিয়ে রয়েছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির টিজার। আবেগ, অন্তর্দ্বন্দ্ব এবং আন্তঃ-সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত এই ছবিটি ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহলের সৃষ্টি করেছে।

“সেলাই” — নামটিই চলচ্চিত্রটির মূল রূপক এবং এসেন্সকে দর্শকদের সামনে তুলে ধরেছে। এটি ছবির সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, এটি এমন কিছু মানুষের গল্প যারা পরস্পরের জীবনে জড়িয়ে পড়েন নিজেদের অজান্তেই, কখনও বন্ধুত্বে, কখনও ভালোবাসায়, আবার কখনও ভাঙনের শূন্যতায়। ১ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রজতাভ দত্ত। তাঁর চরিত্রের নাম নিরঞ্জন বসু, যিনি পেশায় একজন সঙ্গীত শিক্ষক। এছাড়াও ‘সেলাই’ ছবিতে অভিনয় করছেন এক ঝাঁক অভিজ্ঞ এবং নবাগত শিল্পী।

নবাগত অভিনেতা-অভিনেত্রীদের চরিত্রগুলি সম্পর্কে এখনও বেশি কিছু প্রকাশ্যে না এলেও, টিজার থেকে বোঝা যাচ্ছে, প্রতিটি চরিত্রেই রয়েছে একাধিক স্তর। যা ধীরে ধীরে উন্মোচিত হবে বড় পর্দায়। বাংলা চলচ্চিত্র জগতে সাম্প্রতিক ধারায় যেখানে সম্পর্ক ও মানুষের মনস্তত্ত্ব নিয়ে একাধিক কাজ হচ্ছে, সেখানে ‘সেলাই’একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির অভিজ্ঞ মহল। ‘সেলাই’ শুধুমাত্র এক প্রেমের গল্প নয়, এই ছবি একাধিক সম্পর্কের জট খুলে তাদের পুনর্গঠনের অনুপম চিত্রায়ন। যেখানে প্রত্যেকটি চরিত্র নিজের মতো করে খুঁজে ফেরে সংযোগের শেষ সুতোটি। 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *