ছাব্বিশে মোদির মুখকে সামনে রেখেই লড়বে বিজেপি! কবে থেকে করবেন জনসভা?

ছাব্বিশে মোদির মুখকে সামনে রেখেই লড়বে বিজেপি! কবে থেকে করবেন জনসভা?

স্বাস্থ্য/HEALTH
Spread the love


নন্দিতা রায়, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখকে সামনে রেখেই বাংলা বিধানসভা নির্বাচনে লড়বে বিজেপি। তাই এখন থেকেই রাজ্যে জনসভা পর্ব শুরু করবেন না তিনি। বরং জনসভা পর্ব শুরু হবে দুর্গাপুজো, কালীপুজো বলা ভালো উৎসবের মরশুম পার হওয়ার পরই। তবে, সরকারি অনুষ্ঠানে তিনি যাবেন এবং সেখানে বক্তব্য রাখবেন বলেই ঠিক করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।

এদিকে রাজ্য বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রী বাংলায় গেলেই তিনি যাতে সঙ্গে জনসভাও করেন সেজন্য অনুরোধ করা হয়েছে। আপাতত সেই বিষয়টি স্থগিত রাখার জন্যই কেন্দ্রীয় নেতৃত্বর তরফ থেকে রাজ্য বিজেপিকে পরামর্শ দেওয়া হয়েছে বলেই বিজেপি সূত্রের খবর। আরও জানা গিয়েছে, চলতি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি, ১৪ সেপ্টেম্বর সেনার অনুষ্ঠানে যোগ দিতে ফের বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী। এপ্রসঙ্গে এক কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, দেশের অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখকে সামনে রেখেই বিধানসভা নির্বাচনে লড়বে বিজেপি।

রাজ্য নেতৃত্ব একজোট হয়ে সামনের সারিতে থেকে কাজ করবে বলেই ঠিক হয়েছে। বঙ্গ বিজেপি নেতারা একবদ্ধভাবে কাজ করলেই বাংলায় ক্ষমতা দখল করা সম্ভব বলেও দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় মন্ত্রী। প্রধানমন্ত্রীর জনসভা প্রসঙ্গে তাঁর মন্তব্য, ”প্রধানমন্ত্রী হলেন আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সেই অস্ত্র সবার আগে ব্যবহার করার চেয়ে যখন সবথেকে বেশি প্রয়েজান সেই সময়েই ব্যবহার করা ভালো। এমনটাই করছে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *