ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ! আইইএম-ইউইএম গ্রুপের সঙ্গে যুক্ত হল মার্কিন সংস্থা পেগা

ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ! আইইএম-ইউইএম গ্রুপের সঙ্গে যুক্ত হল মার্কিন সংস্থা পেগা

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষা ও শিল্পের মধ্যে ব্যবধান কমানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কলকাতা তথা বাংলার প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান আইইএম-ইউইএম গ্রুপ। শুক্রবার, ২০ জুন ইনস্টিটিউটের রাজারহাট ক্যাম্পাসে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সফটওয়্যার সংস্থা পেগাসিস্টেমস ইনকর্পোরেটেডের শীর্ষকর্তারা।

সফ্টওয়্যারের ক্ষেত্রে বিশ্বের অন্যতম সেরা মার্কিন যুক্তরাষ্ট্রর সংস্থা  পেগাসিস্টেমস ইনকর্পোরেটেড। এদিন ওই সংস্থার সঙ্গে আনুষ্ঠানিকভাবে মৌ স্বাক্ষর করল আইইএম-ইউইএম গ্রুপ। এই আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে IEM সল্টলেক ও রাজারহাট ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে বড় সুযোগের দরজা খুলে গেল। দুই প্রতিষ্ঠানের পারস্পরিক এই অংশীদারিত্বের ফলে ‘ফরচুন ৫০০’ তালিকায় থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ৫০০টি কোম্পানিতে শিক্ষার্থীররা চাকরির সুযোগ পাবেন। কেরিয়ারের অগ্রগতিতে IEM ও UEM এই দুটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা প্রশংসাযোগ্য।

অনুষ্ঠানে পেগায় কর্মরত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আইইএম-ইউইএম গ্রুপের সিনিয়র ফ্যাকাল্টি সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পেগাসিস্টেমসের প্রতিনিধিরা ভারতে তরুণ শিক্ষার্থীদের কেরিয়ারের উন্নতির লক্ষ্যে কাজ করার উৎসাহ প্রকাশ করেছেন। পেগাসিস্টেমস ইন্ডিয়ার অনন্ত চরণ নায়েক জানিয়েছেন, “আমরা আইইএম-ইউইএম গ্রুপের সাথে যুক্ত হতে পেরে ভীষণ আনন্দিত। শিক্ষায় উৎকর্ষতার জন্য এই প্রতিষ্ঠান পূর্ব ভারতে সুপরিচিত।”

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আইইএম-এর ডিরেক্টর অধ্যাপক ডঃ সত্যজিৎ চক্রবর্তী বলেন, “এই চুক্তি আমাদের শিক্ষার্থীদের কাছে বিশ্বব্যাপী শিল্প অনুশীলনের সেরা সুযোগ। আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য তৈরি করতে পেগাসিস্টেমসের সঙ্গে চুক্তি করতে পেরে আমরা গর্বিত।” এই মৌ সাক্ষরিত হওয়ার ফলে পেগা প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের অত্যাধুনিক প্রযুক্তিতে শিক্ষা প্রদানের সুযোগ মিলবে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *