মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: আমতা গ্রামীণ হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। ৬ ঘণ্টার মধ্যেই পুলিশ তদন্ত চালিয়ে উদ্ধার করল চুরি যাওয়া শিশুকে। গ্রেপ্তার করা হয়েছে পিঙ্কি বাগ নামে এক মহিলাকে। শিশু চুরির ঘটনা ঘিরে মঙ্গলবার বেলায় উত্তপ্ত হয়ে উঠেছিল হাসপাতাল চত্ত্বর। হাসপাতালের এমার্জেন্সি বিভাগ ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। এদিকে এই ভাঙচুরের ঘটনার মধ্যে ষড়যন্ত্র রয়েছে বলে জানিয়েছেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমতার চন্দ্রপুর এলাকার বাসিন্দা মন্দিরা বাগ ১০ দিন আগে একটি বেসরকারি হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেন। পরে মা ও ছেলেকে ছুটি দেওয়া হলে পরিবারের লোকজন বাড়ি ফিরে আসে। শনিবার ওই সদ্যোজাত অসুস্থ হয়ে পড়লে মা ও শিশুকে আমতা হাসপাতালে নিয়ে যায় পরিবার। ওই হাসপাতালে শিশুটিকে ভর্তি করানো হয়। তার সঙ্গে হাসপাতালে মা-ও থাকছিলেন। আজ, মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে শিশুটি চুরি গিয়েছে বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনা তদন্তে নামে আমতা থানার পুলিশ। হাসপাতালে কোনও সিসিটিভি নেই। ফলে আশপাশের এলাকার সিসিটিভির উপরেই। গোটা ঘটনার তদন্তে ছিলেন খোদ হাওড়ার গ্রামীণ এলাকার পুলিশ সুপার সুবিমল পাল। গোটা জেলার বিভিন্ন থানাকে খবর দেওয়া হয়। বিভিন্ন জায়গার সিসিটিভির উপর নজর রাখতে বলা হয়। পুলিশ সুপার জানান, বাইরের এক সিসিটিভিতে পিঙ্কি বাগ নামে ওই মহিলাকে চিহ্নিত করা যায়। ওই মহিলার বাড়ি খোঁজ করে সেখানে পৌঁছে যান তদন্তকারীরা। বাড়ি থেকে উদ্ধার হয় ওই চুরি শিশু। ওই মহিলা পুলিশের কাছে জেরায় জানিয়েছে, তাঁর গর্ভপাতের কারণে তিনি নিঃসন্তান। সন্তান পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন। এদিন সুযোগ পেয়ে ওই শিশুকে বাড়ি নিয়ে পিঙ্কিকে। পুলিশ গ্রেপ্তার করেছে।