‘ছত্রপতি সম্ভাজি’ এবার জাদু দেখাবেন! পর্দায় কোন নতুন চমক দিতে চলেছেন ভিকি?

‘ছত্রপতি সম্ভাজি’ এবার জাদু দেখাবেন! পর্দায় কোন নতুন চমক দিতে চলেছেন ভিকি?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ছাবা’র সাফল্য এখনও উপভোগ করছেন অভিনেতা ভিকি কৌশল। ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় ভিকির অভিনয় দর্শক, সমালোচক সকলেরই প্রশংসা কুড়িয়েছে। ৫০০ কোটির ক্লাবে অনায়াসে পৌঁছে গিয়েছে লক্ষ্মণ উতেকর পরিচালিত ও ম্যাডক ফিল্মস প্রযোজিত এই ছবি। এই সাফল্যের রেশ থাকতে থাকতেই এসে গেছে ভিকির নতুন ছবির খবর। পরিচালক সুজিত সরকারের আগামী ছবি ‘এক জাদুগর’-এ একজন জাদুকরের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে।

শনিবার ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় তোলপাড় পড়ে গিয়েছে। ছবির পোস্টারে ভিকির লুক দেখে অনেকেই তাঁকে ‘ম্যাড হেটার’-এর জনি ডেপের সঙ্গে তুলনা করেছেন। লম্বা টুপি, গাঢ় সবুজ এমব্রয়ডারি করা ভেলভেটের কোট, হাতে জাদু দণ্ড আর ক্রিস্টাল ম্যাজিক বল নিয়ে নয়া অবতারে হাজির অভিনেতা। সবুজ মায়াবী আলোয় ঢাকা পোস্টারে জাদুকর ভিকির এই নতুন রূপ দেখে দর্শক যে একবারে চমকে গিয়েছেন সেকথা বলাই বাহুল্য।

‘সর্দার উধম’-এর পর আরও একবার সুজিত সরকারের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে রাইজিং সান প্রোডাকশন। উল্লেখ্য, ভিকির আরও একটি ছবির অপেক্ষায় রয়েছেন ভক্তেরা। পরিচালক সঞ্জয়লীলা বনশালি ঘোষণা করেছেন, তাঁর আগামী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’। সেখানে রণবীর কাপুর, আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করবেন ভিকি কৌশল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *