সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনুষ্ঠানিক ঘোষণা না হলেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে। এবার জানা গেল চলতে বছরে নভেম্বরের শুরুতেই হবে বিহার বিধানসভা নির্বাচন। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রের খবর, ছট পুজোর পরই বিহারে হতে চলেছে নির্বাচন। তিন দফায় এই নির্বাচন হবে আগামী ৫ থেকে ১৫ নভেম্বরের মধ্যে।
বর্তমান বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২২ নভেম্বর। নিয়মমতো তার আগেই শেষ করতে হয় নির্বাচন প্রক্রিয়া। সেইমতো রাজ্যে পুরোদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই বিহার যাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নির্বাচনী প্রস্তুতির সঙ্গেই চূড়ান্ত ভোটার তালিকা পর্যালোচনা করবেন তিনি। আগামী ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত সেই তালিকা। এই এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে কম উত্তেজনা হয়নি বিহারে। এই তালিকা থেকে অন্তত ৬৫ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। যদিও বিরোধীদের অভিযোগকে বিশেষ আমল না দিয়েই আগামী ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। এরই মাঝে সামনে সামনে এল বিহার বিধানসভা নির্বাচনের সম্ভাব্য তারিখ।