চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পরেই অবসরের হিড়িক! সরলেন বাংলাদেশের আরও এক তারকা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পরেই অবসরের হিড়িক! সরলেন বাংলাদেশের আরও এক তারকা

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুশফিকুর রহিমের পর মাহমুদুল্লা রিয়াধ। মাত্র একসপ্তাহের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের আরও এক তারকা। দেশের সোনালি সময়ের প্রধান ক্রিকেটারদের মধ্যে অন্য়তম ছিলেন মাহমুদুল্লা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে চূড়ান্ত ব্যর্থ হন। তারপরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরলেন পদ্মাপাড়ের তারকা।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ বিদায় নেওয়ার পরেই মাহমুদুল্লা জানিয়েছিলেন, বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে আর থাকতে চান না। তারপরই বুধবার অবসর ঘোষণা করলেন। সোশাল মিডিয়ায় তাঁর বার্তা, ‘সব কিছু নিখুঁত ভাবে শেষ হয় না। তার পরও একটা সময় শেষ বলে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি…আলহামদুলিল্লাহ।’ পরিবার এবং সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশ দলের জন্য শুভেচ্ছাও পাঠিয়েছেন বিদায়বেলায়।

২০০৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলেন মাহমুদুল্লা। ওয়ানডে ম্যাচে তাঁর অভিষেক হয়। ১৭ বছর পর সেই ওয়ানডে ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন রাওয়ালপিন্ডিতে। ওই ম্যাচ হেরেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শেষ হয়। আগেই টি-২০ এবং টেস্ট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদুল্লা। এবার ওয়ানডেকেও বিদায় জানালেন। ১৮ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ৫০টি টেস্ট খেলেছেন মাহমুদুল্লা। ২৩৯টি ওয়ানডে এবং ১৪১টি টি-টোয়েন্টিও খেলেছেন তিনি।

প্রসঙ্গত, গত বুধবার ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মুশফিকুর। ২০২২-এ টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের উইকেটকিপার। ওয়ানডে থেকেও সরে দাঁড়িয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর। যদিও লাল বলের ক্রিকেটে খেলবেন তিনি। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডেকে বিদায় জানিয়েছেন স্টিভ স্মিথ। একই সিদ্ধান্ত নিতে পারেন কেন উইলিয়ামসনও। তার মধ্যেই সরে দাঁড়ালেন দুই বাংলাদেশি তারকা। সবমিলিয়ে, এক যুগের অবসান ঘটছে বিশ্বক্রিকেটে, একথা বলাই যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *