চোরাশিকার রুখতে গিয়ে অঘটন, জলদাপাড়ায় বাইসনের হামলায় মৃত্যু বনকর্মীর

চোরাশিকার রুখতে গিয়ে অঘটন, জলদাপাড়ায় বাইসনের হামলায় মৃত্যু বনকর্মীর

স্বাস্থ্য/HEALTH
Spread the love


রাজকুমার, আলিপুরদুয়ার: ভেবেছিলেন জঙ্গলে হয়তো ঢুকে পড়েছে চোরাশিকারীর দল। তড়িঘড়ি টাওয়ার থেকে নেমে পড়েন। আর সেই সময় জঙ্গল থেকে ধেয়ে অতর্কিতে হামলা চালায় বাইসন। তাতেই মৃত্যু হল বনকর্মীর। জলদাপাড়ার মালঙ্গি বিটের ঘটনায় নেমেছে শোকের ছায়া।

নিহত দুলাল রাভা। পেশায় বনকর্মী। বৃহস্পতিবার অ্যান্টি পোচিং ডিউটি করছিলেন তিনি। কর্তব্যরত অবস্থায় তাঁর উপর হামলা চালায় বাইসন। জঙ্গলেই মৃত্যু হয় বনকর্মীর। উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জে ভি বলেন, “বনকর্মী অ্যান্টি পোচিং ডিউটিতে ছিলেন। আচমকা টাওয়ার থেকে নামেন। বনাঞ্চলে কেউ ঢুকেছে কিনা দেখতে যান। সেই সময় বাইসনের হামলায় তাঁর মৃত্যু হয়।” নিহত বনকর্মীর দেহ উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই হয় তাঁর ময়নাতদন্ত। চিকিৎসক সঞ্জীব কুমার দত্ত বলেন, “শরীরে শিং বা খড়্গ দিয়ে আঘাতের চিহ্ন ছিল বনকর্মীর। তাতেই মৃত্যু হয় তাঁর।”

নিহত বনকর্মীর বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী গীতা রাভা। দুই সন্তানও রয়েছে তাঁর। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন ওই বনকর্মী। আচমকা এমন অঘটনে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন নিহতের পরিবারের লোকজন। বনদপ্তরের তরফে পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। নিহতের পরিবারের এক সদস্যকে চাকরিও দেওয়ার কথা। নিহতের ছেলে কমল রাভা বলেন, “বাবা খুবই সাহসী ছিলেন। ভাবতেও পারিনি এমন হবে।” বলে রাখা ভালো, গত ১৫ জুন থেকে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ বনাঞ্চল। বনাঞ্চল ফাঁকা থাকার সুযোগে নাকি চোরাশিকারীদের আনাগোনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সে কারণেই নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। শোনা যাচ্ছে, জলদাপাড়া অভয়ারণ্য চত্বরে নদীতে নাকি মাছ ধরার জন্য অনেকেই ঢুকছেন। তাঁদের সঙ্গে চোরাশিকারীদের কোনও যোগাযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখাও হচ্ছে। সে কাজ করতে গিয়ে বেঘোরে প্রাণ গেল বনকর্মীর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *