‘চোখ মেরে’ অশালীন অঙ্গভঙ্গি! মায়ের ফোন নম্বর চেয়ে ১৬ বছরের কিশোরকে কড়া পাঠ মালাইকার

‘চোখ মেরে’ অশালীন অঙ্গভঙ্গি! মায়ের ফোন নম্বর চেয়ে ১৬ বছরের কিশোরকে কড়া পাঠ মালাইকার

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালাইকা অরোরা নিজে একজন মা। অভিনেত্রীর যৌন আবেদন নিয়ে চর্চা যতই হোক, তাঁর ব্যক্তিত্বের গুণমুগ্ধের সংখ্যা নেহাত মন্দ নয়। বরাবরই স্পষ্টবক্তা। প্রকাশ্যে কথা শোনাতে কিংবা কারও অভব্য আচরণের প্রতিবাদ করতে পিছপা হন না মালাইকা। এবার এক রিয়ালিটি শোয়ের প্রতিযোগিকে ‘সবক’ শেখালেন অভিনেত্রী।

বড়পর্দা থেকে দূরে থাকলেও বিগত একদশক ধরে বিভিন্ন রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে দেখা যায় মালইকাকে। বর্তমানে তিনি ডান্স রিয়ালিটি শো ‘হিপ হপ ইন্ডিয়া সিজন ২’-এর বিচারকের আসন সামাল দিচ্ছেন। সেখানেই এক ষোলো বছর বয়সি কিশোরের কাণ্ডকীর্তি দেখে তাজ্জব মালাইকা অরোরা। অভিনেত্রীর অভিযোগ, নাচ করার মাঝেই সে বিচারক মালাইকার দিকে তাকিয়ে কখনও চোখ মেরে অশালীন অঙ্গভঙ্গি করেছে, আবার কখনও চুমু ছুড়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই কিশোরের এহেন ‘অকালপক্ক’ পারফরম্যান্স দেখে মালাইকার মনোক্ষুণ্ণ হয়েছে। অতঃপর বিচারকের আসনে বসেই ওই কিশোর প্রতিযোগিকে বকুনি দিতে ছাড়েননি তিনি।

 
 
 
 
 
View this put up on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ʟᴏᴠᴇ ʀᴏᴍᴀɴᴄᴇ 🙈 (@_love.romance_)

প্রসঙ্গত, মালাইকার নিজেরও ২২ বছর বয়সি এক পুত্রসন্তান রয়েছে। যার নাম আরহান। বিনোদুনিয়ায় সদ্য পা রেখেছে নিজের পডকাস্ট চ্যানেল খুলে। ছেলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও কড়া শাসনে রাখেন বলেই জানা গিয়েছে। নিজের সন্তানের থেকেও বয়সে ছোট এই ছেলেটির অশালীন আচরণ তাই পছন্দ হয়নি মালাইকার। তৎক্ষণাৎ তার পারফরম্যান্সের পর শাসন করেন অভিনেত্রী। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় আপাতত ভাইরাল। ভিডিওতে মালাইকাকে বলতে শোনা গেল, “এই তোমার মায়ের ফোন নম্বর দাও।” যা শুনে প্রতিযোগী স্বাভাবিকভাবেই হতবাক হয়ে গিয়ে প্রশ্ন ছোড়ে- “কেন?” এর পরই মালাইকার উত্তর, “আমাকে চোখ মারছে, আমার দিকে চুমু ছুড়়ছে। এই বয়সে…।” নেটপাড়ার একাংশ আবার অভিনেত্রীকে সমর্থন করেছেন। তাঁদের মন্তব্য, ‘ঠিকই করেছেন মালাইকা। শুধু বিচারক কেন, মহিলাদের প্রতি সম্মান বজায় রাখা উচিত।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *