সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি সকলেই এখন সোশাল মিডিয়ায় সরগর। ফেসবুক, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলো উপার্জনের মূল পথ হয়ে উঠেছে। তাই সকলেরই লক্ষ্য থাকে অল্প সময়ে ফলোয়ার্স বাড়ানো। কিন্তু কীভাবে তা হবে, সেটা বুঝতেই পারেন না অনেকেই। চলুন আজ জেনে নেওয়া যাক কীভাবে সহজে, অল্প সময়ে ইনস্টাগ্রামে বাড়াতে পারবেন ফলোয়ার।
১. প্রথমে টার্গেট অডিয়েন্স ঠিক করে নিন। কন্টেন্ট তৈরি করুন নেটিজেনদের জন্য। মূলত ১৮ থেকে ৩০ বছরের যুবক-যুবতীদের জন্য। নিয়মিত কন্টেন্ট পোস্ট করুন।
২. এমনভাবে প্রোফাইল সাজান যাতে ব্র্যান্ডগুলি কোলাব করতে আকর্ষিত হয়। বায়োতে ডিটেল তথ্য দিন। যে ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন আগে তাদের মেনশন করে দিন।
৩. পোস্ট করার জন্য একটা নির্দিষ্ট শিডিউল তৈরি করুন। প্রতিদিন অবশ্যই স্টোরি দেবেন। সপ্তাহে ৪ টে রিল পোস্ট করবেন।
৪. হ্যাশট্যাগের ক্ষেত্রে সচেতন থাকুন। মাথায় রাখবেন সোশাল মিডিয়ায় হ্যাশট্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
৫. চেষ্টা করুন প্রতিষ্টিত ক্রিয়েটরদের সঙ্গে কোলাব করার। তাতে আপনার পোস্ট আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে।
৬. প্রয়োজনে কিছু পোস্ট বুস্ট করুন। ধরুন বিশেষ কোনও পোস্ট বেশি মানুষের কাছে পৌঁছতে চান, সেক্ষেত্রে বুস্ট করন।
৭. ইনস্টাগ্রামের ইনসাইটে নজর রাখুন।
৮. আপলোডের ক্ষেত্রে নানারকম পরীক্ষা নিরীক্ষার কী ফল মিলছে, সেদিকে নজর রাখুন।
উপরের এই কয়েকটা বিষয়টা মাথায় রাখলেই নিমেষেই বাড়বে ফলোয়ার। তবে কন্টেন্টের মান ভালো হতেই হবে। সেটাই মূল।