সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিমেন্ট ও ডিজেল চুরির অভিযোগে সংখ্যালঘু যুবককে ‘আর্থমুভারে’ উলটো করে ঝুলিয়ে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। সম্প্রতি এমন অমানবিক অত্যাচারের ভিডিও ভাইরাল হয়। যা নিয়ে তপ্ত সে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। বিজেপি সরকারকে সরাসরি আক্রমণ করছে কংগ্রেস।
ভিডিও ভাইরাল হতেই অভিযুক্ত তেজপ্রতাপ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৭০ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। রায়পুর থানার সাব-ইন্সপেক্টর নোভেল কিশোর বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে অভিযুক্ত তাঁর গাড়ির চালক ইয়াকুবকে ডিজেল ও সিমেন্ট চুরির অভিযোগে নির্যাতন করে।”
আর এই নিয়েই বিজেপি শাসিত রাজস্থান সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস। তাদের অভিযোগ, রাজস্থানে এখন জঙ্গলরাজ চলছে। এদিকে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এক্স হ্যান্ডেলে লেখেন, “রাজ্যের সাধারণ মানুষ এখন জানতে চাইছে পুলিশ, প্রশাসনের যোগসাজশে কবে এই অত্যাচার বন্ধ হবে।”
পিসিসি চেয়ারম্যান গোবিন্দ সিং দোতাসরা বলেন, “রাজ্যজুড়ে গুন্ডারাজ চলছে। দুর্বল বিজেপি সরকারের আমলে আইনের শাসন নেই। এই ঘটনায় কড়া পদক্ষেপের পাশাপাশি স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।” রাজস্থান বিধানসভার বিরোধী দলনেতা তিকারাম জুল্লিও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।