সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগদান সারলেন অর্জুন তেণ্ডুলকর। জানা গিয়েছে, বুধবার ছোট্ট এক অনুষ্ঠানে সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান করেছেন শচীনপুত্র। তবে দুই পরিবারের তরফ থেকে বিষয়টি নিয়ে কিছুই জানানো হয়নি। উল্লেখ্য, শচীনকন্যা সারা তেণ্ডুলকরের প্রেম এবং ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই চর্চা চলতে থাকে। তবে অর্জুনের ব্যক্তিগত জীবন নিয়ে সেভাবে কখনই কিছু শোনা যায়নি।
সূত্রের খবর, পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বুধবার বাগদান সেরেছেন অর্জুন। পাত্রী সানিয়া চন্দোক আসলে মুম্বইয়ের বিখ্যাত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায় ঘাই পরিবারের নাম মুম্বইয়ে অত্যন্ত পরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল, আইসক্রিম ব্র্যান্ড ব্রুকলিম ক্রিমারির মালিক এই ঘাই পরিবার। তবে সানিয়া এই ব্যবসার সঙ্গে যুক্ত কিনা তা জানা যায়নি। নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখতেই পছন্দ করেন তিনি।
উল্লেখ্য, বাঁহাতি ফাস্ট বোলার হিসাবে ক্রিকেট কেরিয়ার শুরু করেন অর্জুন। ২০২০ মরশুমে মুম্বইয়ের হয়ে তাঁর ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়। ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলেও খেলেছেন অর্জুন। তবে ২০২২ সালে তিনি চলে যান গোয়ায়। পরে গোয়ার হয়েই তিনি রনজি খেলেন। তাঁর ফার্স্ট ক্লাস অভিষেকও গোয়ার জার্সিতেই। বর্তমানে মিডিয়াম পেস বোলার হিসাবেই খেলেন অর্জুন। আইপিএলে তিনি রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডে। তবে প্রথম একাদশে তাঁকে নিয়মিত দেখা যায় না।
প্রসঙ্গত, বিশ্বের সেরা ব্যাটারের শিরোপা দীর্ঘদিন ধরে থেকেছে শচীনের মাথায়। ১০০ সেঞ্চুরি থেকে ২০০ টেস্ট খেলা- এমন বহু রেকর্ডের মালিক তিনি। ক্রিকেটের ঈশ্বর বলে তাঁকে চেনে গোটা দুনিয়া। কিন্তু ক্রিকেটের দুনিয়ায় এখনও সেভাবে দাগ কাটতে পারেননি তাঁর পুত্র অর্জুন। মুম্বইয়ের রনজি দলেও সুযোগ মেলেনি। তবে এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন শচীনপুত্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন