‘চিন আমাদের শত্রু নয়’, কংগ্রেস নেতার মন্তব্যে তুঙ্গে বিতর্ক, পালটা তোপ বিজেপির

‘চিন আমাদের শত্রু নয়’, কংগ্রেস নেতার মন্তব্যে তুঙ্গে বিতর্ক, পালটা তোপ বিজেপির

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন ভারতের শত্রু নয়। চিনের থেকে ভারতের কী ক্ষতি হতে পারে সেটা বোঝাই যায় না। বিস্ফোরক মন্তব্য় করলেন কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর এবারের মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে বিঁধেছে বিজেপি।

দিনকয়েক আগে আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই প্রসঙ্গ উল্লেখ করেই পিত্রোদাকে প্রশ্ন করা হয়, মোদি-ট্রাম্প একজোট হয়ে কি চিনা আগ্রাসন রুখতে পারবেন? ওই প্রশ্নের জবাবেই বিস্ফোরক মন্তব্য করে বসেন পিত্রোদা। তাঁর কথায়, “চিন আমাদের কী ক্ষতি করবে বুঝি না। আসলে আমেরিকার স্বভাব হল কোনও একটি দেশকে শত্রু হিসাবে দাগিয়ে দেওয়া। সেই নিরিখেই চিনের সঙ্গে ভারতের শত্রুতার কথা উঠে আসে।”

এখানেই না থেমে বর্ষীয়ান কংগ্রেস নেতা আরও বলেন, “এখন যুদ্ধ নয়, প্রত্যেক দেশের উচিত একজোট হয়ে এগিয়ে চলা। আমরা প্রথম থেকেই চিনের প্রতি যুদ্ধং দেহি মানসিকতা পুষে রেখেছি। এই মানসিকতা থেকেই শত্রু তৈরি হয়, আর সরকার দেশের অন্দরে সমর্থন জোগাড় করে। এই মানসিকতা বদল করা দরকার। চিন আমাদের শত্রু, এটা ভাবা বন্ধ করতে হবে।”

এই মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেস এবং গান্ধী পরিবারকে তোপ দেগেছে বিজেপি। দলের জাতীয় মুখপাত্র তুহিন সিনহা বলেন, “কংগ্রেস জমানায় ভারতের ৪০ হাজার বর্গমিটার জমি দখল করে নিয়েছে চিন। তবু ওরা ড্রাগনকে বিপজ্জনক ভাবতে পারছে না। রাহুল গান্ধী চিনের প্রতি এতটাই মুগ্ধ যে চিনা প্রকল্প বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের হয়েও সওয়াল করেছেন।” গেরুয়া শিবিরের আরেক মুখপাত্র প্রদীপ ভাণ্ডারীর মতে, ভারতের চেয়েও চিনের স্বার্থকে বেশি গুরুত্ব দেয় কংগ্রেস। রাহুলকে চিনের হাতের পুতুল বলেও তোপ দেগেছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *