সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়ে শুল্কযুদ্ধে ধরাশায়ী চিন। মঙ্গলে চিনা পণ্যের উপর আরও ৫০ শতাংশ শুল্ক চাপাল আমেরিকা। যার জেরে সবমিলিয়ে চিনা পণ্যের উপর বসল ১০৪ শতাংশ শুল্ক। গুরুতর এই পরিস্থিতিতে আমেরিকার মোকাবিলায় ভারতকে পাশে চাইল বেজিং। সবমিলিয়ে এই ‘শুল্ক বিশ্বযুদ্ধ’ এক নয়া মাত্রা নিল।
গত বুধবার চিনের উপর ৩৪ শতাংশ পারস্পরিক শুল্ক চাপিয়েছিল আমেরিকা। এর পালটা পদক্ষেপ নেয় চিন শুক্রবার একই হারে শুল্ক চাপানো হয় মার্কিন পণ্য। চিনের এই পদক্ষেপের পরই ট্রাম্প হুঁশিয়ারি দেন চিন যদি এই শুল্ক প্রত্যাহার না করে তাহলে মঙ্গলবারের মধ্যে আরও ৫০ শতাংশ শুল্ক চাপানো হবে চিনা পণ্যে। সেইমতো মঙ্গলবার বেজিংয়ের উপর চাপে আরও ৫০ শতাংশ কর। শুরুতে ২০ শতাংশ শুল্কতো ছিলই তার সঙ্গে বাড়তি ৩৪ ও ৫০ শতাংশ মিলে চিনের উপর মোট শুল্কের বোঝা চাপল ১০৪ শতাংশ।
এই ঘটনার পালটা চিনের তরফেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছেন, আমেরিকা যদি আমাদের সঙ্গে বাণিজ্য যুদ্ধ করতে চায় তবে আমরাও শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। আরও শুল্ক বসালে নিজেদের স্বার্থ রক্ষায় পালটা জবাবও চিন দেবে। কোনওভাবেই ব্ল্যাকমেল বরদাস্ত করা হবে না। পাশাপাশি শুল্ক চাপানোর পর ট্রাম্প জানিয়েছিলেন, ‘চিন শীঘ্রই আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে চাইবে।’ এরপর হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, চিন আলোচনায় বসতে চাইলে ট্রাম্প কথা বলতে রাজি আছেন। যদিও চিন পালটা জানিয়েছে, ‘চিনকে ভয় দেখিয়ে আলোচনায় বসানো যাবে না।’