চিকিৎসকের সঙ্গে দেখা করতে দেয়নি কেন, রিসেপশনিস্টকে চুল ধরে টানতে টানতে মার মদ্যপের!

চিকিৎসকের সঙ্গে দেখা করতে দেয়নি কেন, রিসেপশনিস্টকে চুল ধরে টানতে টানতে মার মদ্যপের!

খেলাধুলা/SPORTS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক বেসরকারি ক্লিনিকের রিসেপশনিস্টকে লাথি মেরে চুল ধরে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল মদ্যপ এক ব্যক্তির বিরুদ্ধে। মুম্বইয়ের থানে এলাকায় উত্তেজনা ছড়াল এই ঘটনাকে কেন্দ্র করে। পুলিশ ইতিমধ্যেই আক্রান্ত যুবতীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে। কিন্তু এখনও অধরা অভিযুক্ত।

ঠিক কী হয়েছিল? পুলিশ জানাচ্ছে, সোনালী নাম্নী ২৬ বছরের ওই যুবতী শ্রীবাল চিকিৎসালয় নামের ওই ক্লিনিকে কাজ করেন। ঘটনার সময় এক ব্যক্তি সেখানে এসে চিকিৎসকের চেম্বারে ঢুকতে চান। ওই ব্যক্তির আচরণ দেখে তাঁকে নেশাগ্রস্ত মনে হচ্ছিল বলেই দাবি। তাঁকে বাধা দেওয়া হয়। সোনালি জানান, এখন চিকিৎসক মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে কথা বলছেন। তাই তাঁর নির্দেশ, এখন কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। তাছাড়া ওই যুবকের কোনও অ্যাপয়েন্টমেন্টও ছিল না।

দাবি, এই কথা শুনতে পেয়েও ক্ষোভে ফেটে পড়েন ওই যুবক। নানা ভাবে প্রতিবাদ করতে থাকেন। আচমকাই তিনি ছুটে এসে তাঁকে লাথি মারতে শুরু করেন। পরক্ষণেই চুলের মুঠি ধরে টানতে টানতে অনেকটা নিয়ে যান। পরে ক্লিনিকের অন্য কর্মীরা এসে সোনালিকে উদ্ধার করেন। পুরো ঘটনাই ধরা পড়েছে সিসিটিভিতে।

ইতিমধ্যেই সোনালি স্থানীয় মানপাদা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত গোপাল ঝায়ের নামে এফাইআইআর দায়ের করে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। কিন্তু এখনও পর্যন্ত সন্ধান মেলেনি তাঁর। রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সদস্যরা থানার সামনে অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারির দাবি জানিয়ে প্রতিবাদও দেখান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *