সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ স্বাদের ভাগ হবে না। এক বিজ্ঞাপনের অতি জনপ্রিয় লাইন। কিন্তু এই ‘স্বাদে’র স্থানে যদি ‘স্বামী’ শব্দটি বসিয়ে দেওয়া যায়, তাহলে তো ভাগের কোনও প্রশ্নই ওঠে না! আদালতে ডিভোর্সের মামলা চললেও ধনশ্রী বর্মাও কি স্বামী যুজবেন্দ্র চাহালকে এখনই অন্য কারও সঙ্গে ভাগ করে নিতে নারাজ? সম্প্রতি তাঁর কাণ্ডকারখানায় কিন্তু তেমন ইঙ্গিতই পাচ্ছেন নেটিজেনরা।
বিষয়টা তাহলে একটু বুঝিয়ে বলা যাক। দাম্পত্য জীবনে যে বিচ্ছেদ ঘটতে চলেছে চাহাল ও ধনশ্রীর, তা আর কারও জানতে বাকি নেই। নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট করে চাহাল বুঝিয়েও দিতে চেয়েছেন যে ধনশ্রীর সঙ্গে ডিভোর্সের সিদ্ধান্ত একেবারে সঠিক। আর এসব চর্চার মধ্যেই রবিবার দুবাইয়ে চ্য়াম্পিয়ন্স ট্রফির ফাইনালে গ্যালারিতে চাহালের সঙ্গে দেখা গিয়েছে এক রহস্যময়ীকে। দু’জনে হেসে হেসে গল্প করছেন, ম্যাচ উপভোগ করছেন। আর তাঁদের নিয়ে আলোচনা চলছে সোশাল মিডিয়ায়। জানা যায়, ওই যুবতীর পরিচয় আর জে মাহভাশ। কয়েক দিন আগেও চাহালের সঙ্গে তাঁর ছবি ভাইরাল হয়। তখনও সব গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন মাহভাশ। তবে কাহিনি তে টুইস্ট ঠিক এর পর।
চাহালের সঙ্গে যাবতীয় ছবি-ভিডিও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে ফেলেছিলেন ধনশ্রী। কিন্তু আচমকা নেটাগরিকদের নজরে পড়ে অন্য ছবি। আরকাইভ থেকে চাহাল ও নিজের বেশ কিছু ছবি রিস্টোর করেছেন ধনশ্রী। আর তারপর থেকেই গুঞ্জন। তবে কি নতুন করে চাহালকে হারানোর ভয় পাচ্ছেন অভিনেত্রী? স্বামীকে ঘরে ফেরানোর চেষ্টা করছেন তিনি? এখানেই শেষ নয়, আগুনে ঘি ঢেলেছে তাঁর ইনস্টা স্টোরি। যেখানে লিখেছেন, ‘মেয়েদের দোষ দেওয়া এখন ফ্যাশন।’ ধনশ্রীকে নিয়ে হাজারো চর্চায় অভিনেত্রী স্পিকটি নট। তবে নেটদুনিয়ার মুখ বন্ধ করে, সাধ্যি কার!