সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ। ভারতের জন্য রীতিমতো প্রেস্টিজ ফাইটের টুর্নামেন্ট। সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন উপেক্ষা করে পাকিস্তানের বিরুদ্ধে এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া খেলছে। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এবারের টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হতে পারে সূর্যকুমার যাদবের টি-২০ দল। এ হেন টুর্নামেন্টের আগে ভারত পর্যাপ্ত অনুশীলন পাচ্ছে তো? প্রশ্ন উঠে যাচ্ছে বিসিসিআই টিম ইন্ডিয়ার সফরসূচি ঘোষণার পর।
এশিয়া কাপের জন্য ভারতীয় দলের সফরসূচি চূড়ান্ত করেছে বিসিসিআই। সেই সূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর থেকে দুবাইয়ে শুরু হবে প্রস্তুতি শিবির। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। ৯ সেপ্টেম্বর পর্যন্ত চারদিনের একটা প্রস্তুতি শিবির হবে। দুবাইয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ওই প্রস্তুতি শিবির ভারতে করার বদলে দুবাইয়ে করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
তবে সমস্যা হল এ হেন বড় টুর্নামেন্টে নামার আগে কোনও প্রস্তুতি ম্যাচ পাচ্ছে না ভারতীয় দল। পাকিস্তান যেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলছে সেখানে সূর্যরা একটাও খেলবেন না। নিজেদের মধ্যেই অনুশীলন ম্যাচ খেলতে পারেন ভারতীয় তারকারা। প্রশ্ন উঠছে, এশিয়া কাপের আগে প্রস্তুতি ম্যাচ না খেলাটা ঝুঁকিপূর্ণ নয় তো। বিশেষ করে দলের একাধিক তারকা যখন দীর্ঘদিন খেলার বাইরে তখন প্রস্তুতি ম্যাচ খেলাটা জরুরি ছিল না কি? ভারত শেষ টি-২০ খেলেছে সেই ফেব্রুয়ারি মাসে। তারপর অবশ্য আইপিএল হয়ে গিয়েছে। আইপিএলের পর থেকেই টি-২০ দলের অনেক সদস্য ক্রিকেটের বাইরে। খোদ অধিনায়ক সূর্যকুমার যাদবও তাই। এই পরিস্থিতিতে প্রস্তুতি ম্যাচ না খেলাটা ঝুঁকিপূর্ণ বলেই মনে করছে ক্রিকেট মহল।
এশিয়া কাপ ভারতীয় দল:
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, হর্ষিত রানা, জিতেশ শর্মা (উইকেটকিপার), রিঙ্কু সিং, কুলদীপ যাদব, শিবম দুবে
স্ট্যান্ড বাই:
প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল
আসন্ন এশিয়া কাপে ভারতের সূচি:
১০ সেপ্টেম্বর (বুধবার): ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি
১৪ সেপ্টেম্বর (রবিবার): ভারত বনাম পাকিস্তান
১৯ সেপ্টেম্বর (শুক্রবার): ভারত বনাম ওমান