ধীমান রায়, কাটোয়া: চারচাকা চড়ে ঘুরলে আর পাঁচজনের কাছে কদর বেড়ে যায়। অন্যেরা বেশ সম্ভ্রমের চোখে তাকায়। অন্তত উপর উপর কেউ সন্দেহ করতে পারে না যে, গাড়ি সওয়ারিরা ছোটখাটো কোনও অপরাধের সঙ্গে যুক্ত। তাই কলকাতা থেকে গাড়ি চড়েই দূরদূরান্তে চুরি করতে চলে যেত চার যুবক। কিন্তু শনিবার পূর্ব বর্ধমানের গুসকরা শহরে গিয়েই হল বিপত্তি! ছাগল চুরি করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হলেন গাড়ি সওয়ারি চোরের দল। তিনজনকে গ্রেপ্তার করল গুসকরা ফাঁড়ির পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ নাজহাল, মহম্মদ মাজহাল এবং মইনুদ্দিন খান। এদের বয়স ২৫-২৭ এর মধ্যে। বাড়ি কলকাতার গার্ডেনরিচ এলাকায়। শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করার পর এদিন রবিবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয়েছে। আটক করা হয়েছে চারচাকা গাড়িটিও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরা শহরের ইটাচাঁদা এলাকা থেকে একটি ছাগলকে চারচাকা গাড়িতে তুলতে দেখেন স্থানীয় কয়েকজন। লোকজন কাছাকাছি আসতেই গাড়ি নিয়ে চম্পট দেয় তাঁরা। ওই গাড়ির পিছন পিছন ধাওয়া করে বেশকিছুটা দূরে তাদের ধরে ফেলে স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ি সহ তিনজনকে আটক করে নিয়ে যায়।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ইটাচাঁদার বাসিন্দা আলিনূর শেখ এনিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ওই ছাগলের মালিক তিনিই। আলিনূর শেখের অভিযোগ, তাঁর ছাগলটি রাস্তার ধারে ফাঁকা জায়গায় চড়ছিল। তখন ওই তিন যুবক পাঁউরুটির লোভ দেখিয়ে ছাগলটিকে তাদের গাড়ির কাছ পর্যন্ত ডেকে নিয়ে আসে। সুযোগ বুঝে চারচাকা গাড়িতে চ্যাংদোলা করে ধরে ছাগলটিকে চাপিয়ে নিয়ে চম্পট দেয়। বিষয়টি নজরে পড়ে যায় কয়েকজনের। তারপর তাড়া করে ধরে ফেলেন স্থানীয়রা।
প্রাথমিক জেরায় ধৃতরা জানিয়েছে এর আগেও তাঁরা বহু জায়গায় ছাগল চুরি করেছে। পূর্ব বর্ধমান জেলা, হুগলি-সহ বিভিন্ন এলাকায় চারচাকা গাড়িতে ঘুরে ঘুরে ছাগল চুরি করত। তারপর বিক্রি করে মোটা টাকা আয় করত। ধৃতদের সঙ্গে আর কারা জড়িত রয়েছে পুলিশ জানার চেষ্টা করছে।