ভারত: ৩৫৮ (সুদর্শন ৬১, যশস্বী ৫৮, পন্থ ৫৪, স্টোকস ৭২/৫)
ইংল্যান্ড: ৬৬৯ (রুট ১৫০, স্টোকস ১৪১, জাদেজা ১৪৩/৪)
ভারত: ১৭৪/২ (রাহুল ৮৭*, গিল ৭৮*, ওকস ৪৮/২)
এখনও ১৩৭ রানে পিছিয়ে ভারত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুর ঝটকা সামলে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে ভারত। সৌজন্যে কেএল রাহুল এবং শুভমান গিল। টিম ইন্ডিয়ার বোলিং অস্ত্রকে ভোঁতা করে ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ৬৬৯ রান। রানের পাহাড়ে চড়ে তারা ভারতের সামনে ৩১১ রানের লিড রাখে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই যেভাবে যশস্বী জয়সওয়াল এবং সাই সুদর্শনের উইকেট খোয়াল ভারত, তাতে বলতেই হয় দুই তরুণ তুর্কির উপর যেন ভর করেছিল ম্যাচ থেকে হারিয়ে যাওয়ার ভয়। আর ভয় যেখানে, সেখানে পরিণতি এমনই হয়। যদিও এই চাপের পরিস্থিতি থেকেই দৃঢ় মানসিকতার পরিচয় দিলেন রাহুল এবং গিল। তাঁরাই এখন খুঁটি হয়ে দাঁড়িয়ে। চতুর্থ দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ১৭৪। রবিবার, শেষ দিন ম্যাঞ্চেস্টারে লড়াই আরও কঠিন।
ক্রিস ওকসের চতুর্থ এবং পঞ্চম বলে একে একে সাজঘরে ফিরে যান যশস্বী এবং সুদর্শন। লাঞ্চে যাওয়ার আগে ভারতের রান তখন ১ রানে ২ উইকেট। ম্যাচ বাঁচাতে গেলে লৌহ কঠিন মানসিকতা নিয়ে ব্যাট করতে হত রাহুল এবং অধিনায়ক গিলকে। সেই লক্ষ্যে আপাতত তাঁরা সফল। দু-দু’টি সেশন তাঁদের টলানো যায়নি। চা পানের বিরতিতে যাওয়ার সময় ভারতের রান ছিল ২ উইকেটে ৮৬। বিরতির পরও রাহুল-গিলের চওড়া ব্যাটে স্বস্তি অনুভব করে টিম ইন্ডিয়া। পরিস্থিতি বুঝে কখনও রান চুরি করেছেন তাঁরা। কখনও বাউন্ডারিও হাঁকিয়েছেন। কিন্তু অনাবশ্যক তাড়াহুড়ো করতে দেখা যায়নি দুই ব্যাটারকে। ১৪১ বলে ৫০ রান পূর্ণ করেন রাহুল। কিছুটা আগ্রাসী শুভমান ৭৭ বলে হাফসেঞ্চুরি করেন।
তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৭ উইকেটে ৫৪৪। শনিবার শুরুতে বুমরাহর বলে লিয়াম ডসন (২৬) আউট হলেও ইংল্যান্ড অধিনায়ক ছিলেন অপ্রতিরোধ্য। দুর্দান্ত শতরান হাঁকান স্টোকস। ব্রাইডন কার্সকে সঙ্গে নিয়ে ৯৫ রানের পার্টনারশিপ গড়েন তিনি। সেঞ্চুরির পর নিজের ব্যাটিং গিয়ার কার্যত পরিবর্তন করেন স্টোকস। বুমরাহ, জাদেজারা তাঁর সামনে বিশেষ কিছু করতে পারছিলেন না। ১৬৪ বলে তিনি সেঞ্চুরি করেছিলেন। বাকি ৪১ রান করলেন ৩৪ বলে। শেষমেশ জাদেজার বলে বাউন্ডারি লাইনের সামনে তাঁর ক্যাচ ধরলেন সাই সুদর্শন। ১৪১ রানে ফিরলেন স্টোকস।
এরপর ব্যক্তিগত ৪৭ রানের মাথায় আউট হন কার্স। তাঁকে ফেরান জাদেজাই। ততক্ষণে ৬৬৯ রানের পাহাড়ে চেপে বসেছে ইংল্যান্ড। রবীন্দ্র জাদেজা নেন ৪ উইকেট। বুমরাহ এবং ওয়াশিংটন সুন্দর নেন ২টি করে উইকেট। সিরাজ এবং অংশুল কম্বোজ নেন ১টি করে উইকেট। এত রানের বোঝা মাথায় নিয়ে ম্যাঞ্চেস্টারে চতুর্থ দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ১৭৪। ভারত এখনও ১৩৭ রানে পিছিয়ে। দিনের শেষে রাহুল অপরাজিত রয়েছেন ৮৭ রানে। গিলের নামের পাশে অপরাজিত ৭৮ রান। পঞ্চম দিন আবারও ‘শূন্য’ থেকেই শুরু করতে হবে তাঁদের। সিরিজে ভারতের ভাগ্য রাহুল এবং গিলের উপরেই অনেকটা নির্ভর করছে। কারণ টিম ইন্ডিয়ার আপাতত লক্ষ্য, চতুর্থ টেস্ট ড্র রেখে ওভালে পঞ্চম টেস্ট জেতা। তাহলে অন্তত বিলেতে সিরিজ ড্র রেখে দেশে ফিরবে গিল বাহিনী।