চাকরি বাঁচাতে বিরাট-রোহিতই ভরসা! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ভবিষ্যদ্বাণী গম্ভীরের

চাকরি বাঁচাতে বিরাট-রোহিতই ভরসা! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ভবিষ্যদ্বাণী গম্ভীরের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতেই অগ্নিপরীক্ষা গৌতম গম্ভীরের। সেখানে সাফল্য না পেলে চাকরি যেতে পারে ভারতীয় কোচের। অবশ্য অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর রোহিত-বিরাটের অবস্থাও একই রকম। এমনকী গম্ভীরের ‘নির্দেশে’ রনজিতেও ফিরেছেন দুই তারকা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্য পেতে এই দুজনের উপরই আস্থা রাখছেন ‘গুরু’ গম্ভীর।

বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের কোচ বলেন, “ওদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের হয়ে সাফল্য পাওয়ার জন্য ওরা ক্ষুধার্ত। এখনও ওদের মধ্যে তাগিদ বেঁচে রয়েছে। ওয়ানডে ম্যাচ সবার থেকে আলাদা। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব ম্যাচই জিততে হবে। পাঁচটা ম্যাচই আমাদের জিততে হবে। যদি আমরা শুরুটা ভালো করি, তাহলে চ্যাম্পিয়ন্স হতে পারব। আমার মতে, রোহিত-বিরাটের উপস্থিতি ভারতের ড্রেসিংরুমকে উজ্জীবিত করবে। তাই ওদের তো বটেই, বাকিদেরও বাড়তি তাগিদ দেখাতে হবে।”

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, বাংলাদেশের বিরুদ্ধে। তারপর ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণ। হাইব্রিড মডেলের বিতর্কের পর এই হাইভোল্টেজ ম্যাচের দিকে তাকিয়ে আছে ক্রিকেট দুনিয়া। সেই নিয়েও মুখ খুললেন গম্ভীর। তবে শুধু এই একটা ম্যাচকেই তিনি পাখির চোখ করছেন না। পাকিস্তান ম্যাচ নিয়ে গম্ভীরের বক্তব্য, “আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু একটা ম্যাচ খেলতে যাচ্ছি না। তবে এই ম্যাচকে আমরা কোনও ভাবেই ছোট করে দেখছি না। ভারত-পাক ম্যাচে অনেক আবেগ জড়িয়ে থাকে। আর যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে এই ম্যাচটাও সমানভাবে গুরুত্বপূর্ণ, তাই এটাও জিততে হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *