চাকরির টোপ দিয়ে তরুণী পাচার! শিলিগুড়িতে আরও ২ জনকে গ্রেপ্তার করল পুলিশ

চাকরির টোপ দিয়ে তরুণী পাচার! শিলিগুড়িতে আরও ২ জনকে গ্রেপ্তার করল পুলিশ

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: চাকরির টোপ দিয়ে তরুণী পাচারের ঘটনায় শিলিগুড়িতে গ্রেপ্তার আরও দুই। সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর বীরেন্দ্র প্রতাপ সিং এবং মনোজ কুমার নামে ছত্তিশগড়ের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি জিআরপি। যদিও তাঁর দাবি, বৈধ নথি দিয়েই ২০২২ থেকে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের ঠাকুরনগরে ওই স্কিল ডেভেলপমেন্ট সেন্টারটি ছিল। শিলিগুড়ির ঠাকুরনগরে প্রায় ২ লক্ষ টাকায় ঘর ভাড়া নিয়ে হোটেল ম্যানেজমেন্টের প্রশিক্ষণ দেওয়া হত সেন্টারে।

গত সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ৫৬ জন যুবতীকে হোটেল ম্যানেজমেন্ট এর কোর্স করিয়ে বেঙ্গালুরুতে একটি ইলেকট্রনিক্স স্কুটির সংস্থায় চাকরির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশনে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার সময় ৫৬ জন যুবতীকে উদ্ধার করে নিউ জলপাইগুড়ি জিআরপি। এই ঘটনায় জিতেন্দ্র কুমার এবং চন্দ্রিমা করকে গ্রেপ্তার করে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠায় জিআরপি। আদালতের কাছ থেকে ধৃতদের ৬ দিনের রিমান্ড পায় জিআরপি। বুধবার দুপুরে জিতেন্দ্র কুমারকে নিয়ে ঠাকুরনগরের ওই ইনস্টিটিউট এবং পার্শ্ববর্তী একটি হোটেলে হানা দেয় জিআরপি।

ওই ইনস্টিটিউটে থানা দিয়ে মঙ্গলবার প্রচুর তথ্য এবং নথি জোগাড় করে জিআরপি, পাশাপাশি ওই ইনস্টিটিউট পার্শ্ববর্তী একটি হোটেল থেকেই চাকরীর প্রলোভন দেখিয়ে তরুণী পাচারের ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করে জিআরপি। জিআরপির হাতে গ্রেপ্তার হয় সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর বীরেন্দ্র প্রতাপ সিং এবং ছত্তিশগড়ের বাসিন্দা মনোজ কুমার। তিনি নিজেকে নির্দোষ এবং তার সংস্থার সমস্ত নথি আছে বলেই দাবি করেন। কিন্তু তদন্তের স্বার্থে জিআরপি ওই ২ ব্যক্তিকে হোটেল থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়, এবং বুধবার তাদের কথাবার্তায় অসঙ্গতি মেলায় দু’জনকেই গ্রেপ্তার করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *