অর্ণব আইচ: উৎসবের আবহে শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। পিন্স আনোয়ার শাহের একটি গেস্ট হাউসের শীর্ষতলে এই আগুন লাগে। ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলের পাঁচটি ইঞ্জিন। যেহেতু গেস্ট হাউসের একেবারে শীর্ষতলে এই আগুন লেগেছে সেই কারণে আনা হতে পারে ল্যাডার। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। কীভাবে এই আগুন তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। শুধু তাই নয়, পুলিশের তরফেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]