‘চড় খাওয়া উচিত…’, সুদর্শনকে বাদ দিতেই নেটিজেনদের রোষে গম্ভীর-গিলের ম্যানেজমেন্ট

‘চড় খাওয়া উচিত…’, সুদর্শনকে বাদ দিতেই নেটিজেনদের রোষে গম্ভীর-গিলের ম্যানেজমেন্ট

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এজবাস্টন টেস্টে ভারতীয় দল নির্বাচন নিয়ে তুঙ্গে বিতর্ক। সুনীল গাভাসকর, রবি শাস্ত্রীর মতো কিংবদন্তি ক্রিকেটাররা দল নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। পিছিয়ে নেই আমজনতাও। সোশাল মিডিয়ায় তাঁরা প্রশ্ন তুলেছেন, কোন যুক্তিতে এই দল নিয়ে এজবাস্টনে খেলতে নামল টিম ইন্ডিয়া? বিশেষত তরুণ ক্রিকেটারদের প্রতি টিম ম্যানেজমেন্টের মানসিকতাকেও তুলোধোনা করেছেন নেটিজেনরা।

নেটদুনিয়ার ক্ষোভের কেন্দ্রে রয়েছেন দক্ষিণ ভারতের দুই ব্যাটার- সাই সুদর্শন এবং করুণ নায়ার। হেডিংলিতে অভিষেক হয়েছিল সুদর্শনের। কিন্তু সেভাবে দাগ কাটতে পারেননি। ফলস্বরূপ তাঁকে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু প্রথম টেস্টে ভালো খেলতে না পারা সত্ত্বেও করুণ নায়ারকে দ্বিতীয় টেস্টে খেলানো হচ্ছে। এই বিষয়টি ঘিরেই নেটদুনিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

এক নেটিজেনের কথায়, ‘তিন নম্বরে ব্যাট করতে নামা খুবই কঠিন। পূজারার পর এখনও ওই পজিশনে ব্যাট করার মতো উপযোগী কাউকে পাওয়া যায়নি। সাই সুদর্শন তরুণ ব্যাটার, অনেকদিন ভারতীয় দলের হয়ে খেলতে পারে। মাত্র একটা টেস্টে ব্যর্থ হতেই তাঁকে বসিয়ে দেওয়া হবে কেন?’ আরেকজনের দাবি, ‘সুদর্শনকে বাদ দেওয়াটা অত্যন্ত লজ্জাজনক। করুণ নায়ারের মতো ক্রিকেটার যিনি হয়তো আর বড়জোর দু’বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন, তাঁকে ব্যাক করছে টিম ম্যানেজমেন্ট।’

তরুণ ক্রিকেটারদের উপর কেন আস্থা রাখছে না গৌতম গম্ভীরের ম্যানেজমেন্ট, উঠছে সেই প্রশ্নও। নেটিজেনদের একজনের মতে, ‘মাত্র একটা টেস্টে ব্যর্থ হলেই যদি কাউকে বাদ দাও তাহলে চড় খাওয়া উচিত তোমার।’ এভাবে বাদ পড়ার জেরে তরুণ তামিল ব্যাটার সুদর্শনের মনোবল ভেঙে যাবে বলেও মনে করছেন নেটিজেনরা। তাঁদের প্রশ্ন, কী দোষ করেছেন সুদর্শন যে তাঁকে এভাবে বাদ দেওয়া হল? সবমিলিয়ে, দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই সমালোচনায় বিদ্ধ গৌতম গম্ভীর-শুভমান গিলের টিম ম্যানেজমেন্ট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *