চড়চড়িয়ে চড়ছে পারদ, সরস্বতীর পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

চড়চড়িয়ে চড়ছে পারদ, সরস্বতীর পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

স্বাস্থ্য/HEALTH
Spread the love


নিরুফা খাতুন: কথায় আছে, মাঘের শীত বাঘের গায়ে! কিন্তু কোথায় কী! মাঘেও শীত পালাই-পালাই করছে। এই মাসের শেষেই (বাংলা ক্যালেন্ডার অনুযায়ী) সরস্বতী পুজো। সেদিন কি পারদ নামবে নাকি উষ্ণতাকে সঙ্গী করেই কাটবে ‘বাঙালির ভ্যালেন্টাইন ডে’?

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। পয়লা ফেব্রুয়ারি উত্তর-পশ্চিম ভারতে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, ক্রমশ বাড়বে তাপমাত্রা। রাজ্যজুড়ে তাপমাত্রার পারদ ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। সরস্বতী পুজোয় স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা উপরে থাকবে উষ্ণতার পারদ। ইতিমধ্যে তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি বেড়েছে। জানুয়ারির শেষ বা পয়লা ফেব্রুয়ারিতে কলকাতার পারদ ১৯-২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। তবে আগামী সপ্তাহের শেষে সামান্য নামতে পারে তাপমাত্রা। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সম্ভাবনা। শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

আজ ও কাল ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামীকাল বা বৃহস্পতিবার ঘন থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা ধোঁয়াশা ও কুয়াশা থাকতে পারে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং-সহ উত্তরবঙ্গের দুই তিন জেলায়। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশা। কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *