ঘোষিত নয়া রেপো রেট, স্বস্তি পেল আমজনতা?

ঘোষিত নয়া রেপো রেট, স্বস্তি পেল আমজনতা?

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজেট পর্ব মেটার পর নয়া রেপো রেট ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। ফলে ৬.৫ শতাংশ থেকে কমে রেপো রেট এবার দাঁড়াল ৬.২৫ শতাংশে।
প্রসঙ্গত, গত দুই বছর রেপো রেট অপরিবর্তিত রেখেছিল আরবিআই। অন্যদিকে শেষবার ২০২০ সালে কমানো হয়েছিল সুদের হার। অবশেষে কয়েক বছর পেরিয়ে ফের কমানো হল সুদের হার।

৫ থেকে শুরু হয়ে শুক্রবার, ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি কমিটির বৈঠক। আর সেই বৈঠকে অধিকাংশ সদস্যই মত দেন রেপো রেট কমানোর পক্ষে। এরপরই এই সিদ্ধান্ত নেয় আরবিআই। 

তবে এই সিদ্ধান্ত অবধারিতই ছিল, মনে করছে ওয়াকিবহাল মহল। জিডিপির পালে হাওয়া দিতে এছাড়া বড় রাস্তা ছিল না সামনে। কাজেই সদর্থক পদক্ষেপ করতেই এবার কমানো হল রেপো রেট। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *