ঘরোয়া ক্রিকেটে ফিরেই সাবলীল অভিমন্যু, ইরানি কাপে তবুও চাপে অবশিষ্ট ভারত

ঘরোয়া ক্রিকেটে ফিরেই সাবলীল অভিমন্যু, ইরানি কাপে তবুও চাপে অবশিষ্ট ভারত

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁকে দলে রাখেননি নির্বাচকরা। প্রায় তিন বছর ভারতীয় দলের স্কোয়াডে থাকলেও অভিষেক হয়নি তাঁর। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ফিরেই ফের সাবলীল অভিমন্যু ঈশ্বরণের ব্যাট। ইরানি কাপের ফাইনালে বিদর্ভের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করলেন বাংলার এই ক্রিকেটার। তবুও চাপে অবশিষ্ট ভারত। তারা এখনও পিছিয়ে পাক্কা ২০০ রানে। হাতে ৫ উইকেট।

প্রথমে ব্যাটিং করে বিদর্ভ প্রথম ইনিংসে তোলে ৩৪২ রান। অথর্ব তাইদে ১৪৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। সেঞ্চুরি হাতছাড়া করেন যশ রাঠোড়। তিনি আউট হন ৯১ রানে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ পড়া বাংলার পেসার আকাশ দীপ নেন ৩ উইকেট। মানব সুথারেরও শিকার ৩ উইকেট। বাকি উইকেট ভাগাভাগি করে নেন সুরেশ জৈন, গুরনুর ব্রার, অংশুল কম্বোজ।

জবাবে শুরুটা ভালো করলেও আচমকাই ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে অবশিষ্ট ভারত। একটা সময় রান ছিল ২ উইকেটে ১০৫ রান। তখনই ১১২ বলে ৫২ রানে আউট হন অভিমন্যু। এরপর একে একে প্যাভিলিয়নে দুই তারকা ব্যাটার রুতুরাজ এবং ঈশান কিশান। তখন অবশিষ্ট ভারতের রান ৫ উইকেটে ১২৪।

দু’টি দৃষ্টিনন্দন বাউন্ডারি হাঁকালেও দলকে ভরসা জোগাতে ব্যর্থ হন রুতুরাজ গায়কোয়াড। মাত্র ৯ রানেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। হতাশ করেন ঈশান কিশান (১)-ও। দিনের শেষে ৪২ রানে অপরাজিত রয়েছেন রজত পাতিদার। তাঁর সঙ্গে ক্রিজে মানব সুথার। বিদর্ভর হয়ে পার্থ রেখাদে পেয়েছেন ২টি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন যশ ঠাকুর, দর্শন নালকান্দে এবং হর্ষ দুবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *