সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ জেতার পরেই এবার টেস্টযুদ্ধে নেমে পড়ল টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সাইকেলে এই প্রথমবার ভারত সিরিজ খেলবে ঘরের মাঠে। প্রথমবার ঘরের মাঠে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। তবে সেই ম্যাচে টস জিততে পারলেন না তিনি। টসে হেরে প্রথমে ফিল্ডিং করতে নামবে ভারত। প্রথম একাদশে রাখা হয়েছে জশপ্রীত বুমরাহকে। রয়েছেন কুলদীপ যাদবও।
ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ: তেগনারিন চন্দ্রপল, জন ক্যাম্পবেল, অ্যালিক অ্যাথানাজে, ব্র্যান্ডন কিং, শাই হোপ (উইকেটকিপার), রস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, জোমেল ওয়ারিকান, খারি পিয়ের, জোহান লেইন, জেডেন সিলস