ঘনঘন দুবাই যাতায়াত, বাড়িতে কোটি কোটি টাকার সোনাদানা! ধৃত দক্ষিণী অভিনেত্রীর ‘কাণ্ডে’ অবাক পুলিশ

ঘনঘন দুবাই যাতায়াত, বাড়িতে কোটি কোটি টাকার সোনাদানা! ধৃত দক্ষিণী অভিনেত্রীর ‘কাণ্ডে’ অবাক পুলিশ

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনা পাচারের অভিযোগে ধৃত কন্নড় অভিনেত্রী রানিয়া রাও বর্তমানে জেলবন্দি। জানা গিয়েছে, সঙ্গে ১৪ কিলো সোনা থাকা সত্ত্বেও তিনি বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়েই বেরতে যাচ্ছিলেন। এই অঞ্চলে তখনই কোনও যাত্রী আসেন, যখন তাঁর কাছে শুল্ক বিভাগের কাছে কিছুই ঘোষণা করার মতো নেই। তাঁর গ্রেপ্তারির পর এই তথ্য প্রকাশ্যে এসেছে। সেই সঙ্গেই জানা গিয়েছে, লাভেলে রোডে তাঁর বাড়িতে তল্লাশি করে এরপর বিপুল নগদ টাকা ও রসিদবিহীন সোনা পায় পুলিশ। স্বাভাবিক ভাবেই এরপরই আরও বিপাকে পড়ে যান অভিনেত্রী।

জানা গিয়েছে, আইনজীবীর কাছে তিনি জানিয়েছেন মানসিক অবসাদে ভুগছেন। গ্রেপ্তারির স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে দুঃস্বপ্নের মতো। এই পরিস্থিতিতে সামনে এল গ্রেপ্তারির দিনের বিশদ বিবরণ। জানা যাচ্ছে, ১৪ কেজিরও বেশি ২৪ ক্যারেট সোনা উদ্ধার করা হয়েছিল অভিনেত্রীর কাছ থেকে। যার মূল্য ১ কোটি টাকারও বেশি। এরপর তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় ২ কোটি ৬৭ লক্ষ টাকা এবং ২ কোটি টাকারও বেশি মূল্যের সোনা। এই সব টাকা ও সোনার কোনও রসিদ বা উৎসের কথা জানাতে পারেননি রানিয়া।

পরে দুবাইয়ের শুল্ক দপ্তর জানিয়ে দেয়, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে তিনি দুবাই থেকে সোনা কিনেছিলেন। এবং ঘোষণা করেছিলেন, ওই সোনা নিয়ে তিনি জেনেভায় যেতে চান। যদিও দেখা গিয়েছে, সোনা নিয়ে তিনি ভারতেই ফিরেছিলেন। এভাবে বারবার দুবাই যাওয়ার ভ্রমণ ইতিহাস থেকে পুলিশ নিশ্চিত, সোনা পাচারের কাজেই এতবার সেখানে যেতে হয়েছিল কন্নড় অভিনেত্রীকে। এদিকে তদন্তকারীদের দাবি, তিনি একেবারেই তদন্তে সহযোগিতা করছেন না। ফলে তাঁকে হেফাজতে রাখলে প্রমাণ নষ্টের সম্ভাবনাও থাকবে না বলে দাবি পুলিশের। এই পরিস্থিতিতে তাঁর জামিন পাওয়াও কঠিন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে অভিনেত্রীর বিয়ের ভিডিও খতিয়ে দেখা হচ্ছে। দেখা হচ্ছে অতিথিদের তালিকাও। এঁদের মধ্য়ে কেউ সোনা চোরাচালান চক্রের সদস্য কিনা তা বের করার চেষ্টা হচ্ছে। সেক্ষেত্রে আরও বড় চক্রান্তের হদিশ মিলতে পারে বলেই আশা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *