গ্রন্থাগারকর্মী, মজুরি দৈনিক ৫২২ টাকা! প্রকাশ্যে প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্নার জেলজীবন

গ্রন্থাগারকর্মী, মজুরি দৈনিক ৫২২ টাকা! প্রকাশ্যে প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্নার জেলজীবন

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলের গ্রন্থাগারকর্মী, বেতন দৈনিক ৫২২ টাকা। এটাই এখন পরিচয় ধর্ষণের অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি প্রজ্জ্বল রেভান্নার। গত ২ আগস্ট ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল বেঙ্গালুরুর বিশেষ আদালত। এরপর থেকে কর্নাটকের পারাপ্পানা অগ্রহারা জেলে বন্দি রয়েছেন তিনি। সেখানেই এবার তাঁর দৈনিক কাজ নির্দিষ্ট করে দিল জেল কর্তৃপক্ষ।

জেল কর্তৃপক্ষ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, জেলের গ্রন্থাগারে কেরানির কাজ করবেন রেভান্না। বই দেওয়া-নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। কোন বন্দি বই নিয়েছেন, তাঁর পরিচয় নথিবদ্ধ করবেন তিনি। যথাযথভাবে তিনি দায়িত্ব পালন করলে প্রতিদিনের কাজের জন্য ৫২২ টাকা করে পাবেন। আদালতের নিয়ম অনুযায়ী যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের জেলের মধ্যে কিছু কাজ করতে হয়। বন্দি কাজের প্রতি আগ্রহ ও দক্ষতার উপর নির্ভর করে কাজ ঠিক করে দেওয়া হয়। রেভান্না জেল কর্তৃপক্ষের কাছে প্রশাসনিক কাজের জন্য আবেদন জানিয়েছিলেন ঠিকই তবে শেষ পর্যন্ত গ্রন্থাগারের দায়িত্ব দেওয়া হয় তাঁকে।

উল্লেখ্য, গত বছর রেভান্নার একাধিক অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। অভিযোগ ওঠে, তাঁর বাড়ির পরিচারিকাদের টানা তিন বছর ধরে ধর্ষণ ও যৌন হেনস্তা করেছেন প্রজ্জ্বল। তদন্ত শুরু হতেই দেশ ছেড়ে পালান তিনি। এরপর আগাম জামিনের আবেদন জানিয়ে দেশে ফিরে আসেন। দেশের ফেরার পর মাঝরাতে কেম্পেগৌড়া বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করে তিন মহিলা পুলিশ সদস্যের এক দল। ৩১ মে ইডির হাতে গ্রেপ্তার হন দেবেগৌড়ার নাতি। এই মামলায় মোট ২৩ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়। শুনানি শুরুর মাত্র সাতমাসেই সম্পন্ন হয় বিচার। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১১ লক্ষ টাকা জরিমানা করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *